২০১৭ সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে জয় পেয়েছিলেন অ্যান্ডি মারে। ২০২২ সালে আবার। মঙ্গলবার (১৮ জানুয়ারী) পাঁচ সেটের টানটান লড়াই শেষে প্রথম রাউন্ডের ম্যাচ জিতলেন ব্রিটেনের এই টেনিস তারকা। মাঝে ২০১৯ সালে অস্ত্রপচার হয় তার। এরপর থেকে টেনিস সার্কিটে নিজেকে যেন ফিরে পাচ্ছিলেন না। এবার পেলেন।
অনেকে বলতেই পারেন, প্রথম রাউন্ডের ম্যাচে যাকে পাঁচ সেটে জিততে হয় তার ভবিষ্যত্ খুব একটা ভালো নাও হতে পারে। কিন্তু টেনিস বোদ্ধারা বলছেন, এটাই ক্যারিয়ারের ব্রেক পয়েন্ট হয়ে যেতে পারে অ্যান্ডি মারের জন্য। হয়তো এখান থেকেই ঘুরে দাঁড়াবেন তিনি। টুর্নামেন্টের ২১তম বাছাই খেলোয়াড়কে চার ঘণ্টার লড়াইয়ে মারে হারালেন ৬-১,৩-৬,৬-৪, ৬-৭(৫), ৬-৪ সেটে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত