১৯ জানুয়ারি, ২০২২ ১৩:৪৩

বিপিএল থেকে নতুন ক্রিকেটার আসবে: সাকিব

অনলাইন ডেস্ক

বিপিএল থেকে নতুন ক্রিকেটার আসবে: সাকিব

সাকিব আল হাসান (ফাইল ছবি)

বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দেশসেরা এই ক্রিকেটার মনে করেন, পূর্বের আসরগুলোর মতো এবারও বেশ কয়েকজন খেলোয়াড় এই মঞ্চটি থেকে উঠে আসবেন।

মঙ্গলবার দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব বলেন, ‘এই আসর দেশি ক্রিকেটারদের জন্য তো বড় একটা সুযোগ। বিপিএল নিজেদেরকে মেলে ধরার মঞ্চ, পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে আসারও বড় একটি সুযোগ। আমি বিশ্বাস করি এখান থেকে আমরা ২ কিংবা ৩ জন নতুন খেলোয়াড় পাবো যারা বাংলাদেশকে অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিনিধিত্ব করবে।’

এবারের আসরে শক্তিশালী দল গড়েছে বরিশাল। টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল, অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো, আফগান স্পিনার মুজিব উর রহমানরা এবার দলটির হয়ে খেলবেন। হেড কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। যদিও গেইল-মুজিবকে টুর্নামেন্টের শুরু থেকেই পাবে না বরিশাল। গেইল ২২ জানুয়ারি ও মুজিব ২৬ জানুয়ারি ঢাকায় আসবেন।

বাঁহাতি এ অলরাউন্ডার বলেছেন, ‘আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। আমরা সবাই মিলে চেষ্টা করবো বরিশালবাসীকে বিপিএলের ট্রফি এনে দিতে। সবগুলো দলই ভালো। নির্দিষ্ট দিনে আমাদেরকে নিজেদের সেরাটা খেলতে হবে। আমাদের দলের সবাই ফিট আছে। এখানে মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর