ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাত ৮টায় অ্যান্টিগায় শুরু হয়েছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
টাইগার একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এই সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়া মুশফিকুর রহিমের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।
তিনজন পেসার, সঙ্গে দুই অলরাউন্ডার-মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক সাকিবকে নিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ। ২০২১ সালের ফেব্রুয়ারির পর এ ম্যাচ দিয়ে টেস্টে ফিরলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), নুরুল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেগ ব্রাফেট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, এনক্রুমা বোনার, জেরমাইন ব্ল্যাকউড, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, রেমন রেইফার, কেমার রোচ, জেইডেন সিলস।
বিডি প্রতিদিন/এমআই