ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে শুরুটা একদম ভালো করতে পারেনি টাইগাররা। প্রথম ওভারে মাহমুদুল হাসান জয় কেমার রোচের বলে শূন্য রানে আউট হন।
এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তিনি মাত্র পাঁচ বল খেললেও কোনো রানের দেখা পাননি। শান্তও আউট হন কেমার রোচের দ্বিতীয় ওভারে। এরপর মমিনুল হক মাঠে নামলেও আশার আলো দেখাতে পারেননি। গত কয়েক ম্যাচের রান খরার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। ছয় বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে ১৬ রান। ক্রিজে ১৬ রানে অপরাজিত আছেন তামিম ইকবাল।
এর আগে, বৃহস্পতিবার রাত ৮টায় অ্যান্টিগায় শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
টাইগার একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এই সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়া মুশফিকুর রহিমের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।
তিনজন পেসার, সঙ্গে দুই অলরাউন্ডার-মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক সাকিবকে নিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ। ২০২১ সালের ফেব্রুয়ারির পর এ ম্যাচ দিয়ে টেস্টে ফিরলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই