দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি রানের ক্লাবের মাইলফলক ছুঁলেন তামিম ইকবাল। এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামার আগে পাঁচ হাজার রান করতে তামিমের দরকার ছিল ১৫২ রান।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রান করেন তামিম। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগই পায়নি বাংলাদেশ। ফলে বাকি থাকা ১৯ রান এরপর ঢাকা টেস্টেও করতে পারেননি তামিম। অবশেষে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছুঁলেন কাঙ্ক্ষিত সেই মাইফলক।
এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলার পথে পাঁচ হাজারি ক্লাবে ঢুকেন মুশফিক। মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল ৬৮ রান। বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান এখন মুশফিকের। ৮২ টেস্ট খেলে ৫২৩৫ রানের মালিক তিনি।
বিডি প্রতিদিন/এমআই