প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১০৩ রানের জবাব দিতে ওয়েস্ট ইন্ডিজ ‘ধীরে চলা’ নীতি গ্রহণ করেছে। ১৫ ওভার শেষে নিজেদের বোর্ডে ১৫ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। তবে ক্যারিবীয়দের এ পর্যন্ত কোনো উইকেট তুলে নিতে সক্ষম হয়নি টাইগার বোলাররা। ৯ রানে উইকেটে আছেন ক্রেইগ ব্রেথওয়েট। ১ রানে তাকে সঙ্গ দিচ্ছেন জন ক্যাম্পবেল।
অ্যান্টিগায় ব্যাট হাতে জাতীয় দলের ব্যাটাররা ক্যারিবীয়দের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে না পারলেও বল হাতে ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর বেশ আগ্রাসী ভূমিকায় ছিলেন মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদরা। ইনিংসের ৫.৫ ওভার পর্যন্ত ক্যারিবীয়দের রানের খাতা খুলতে দেননি মোস্তাফিজ ও খালেদ। চা বিরতির আগ পর্যন্ত ১৫ ওভারে স্কোরবোর্ডে ১৫ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। এই ১৫ রানের ভেতর ৫ রানই এসেছে অতিরিক্ত রানের সুবাদে।
বিডিপ্রতিদিন/কবিরুল