প্রথম পাঁচ ওভারে কোনো রানই নেননি দুই ক্যারিবিয়ান ওপেনার অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। ৬ষ্ঠ ওভারে দলীয় রানের খাতা খোলেন তারা। ১৫তম ওভার শেষে স্বাগতিকদের স্কোর ছিল ১৫ রান।
চা বিরতির পর হাত খুলতে শুরু করেছে তারা। অবশ্য রান নিতে চাননি, তা বললে ভুল হবে। বাংলাদেশি বোলাররা আটসাট বোলিং করে চেপে ধরতে সক্ষম হয়। মোস্তাফিজুর রহমানের একটি ডেলিভারি ফ্লিক করতে গিয়ে লেগ স্লিপে উঠিয়ে দেন ক্যারিবিয়ান অধিনায়ক। সেটি তালুবন্দি করতে ব্যর্থ হন সাবেক অধিনায়ক মুমিনুল হক। এরপর এমন সুযোগ আর আসেনি। অপেক্ষা কেবল বাড়তে থাকে।
অবশেষে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন মোস্তাফিজ। দলীয় ২৬তম ওভারে বল করতে এসে প্রথম বলেই ক্যাম্পবেলকে সরাসরি বোল্ড করেছেন তিনি। ৪৪ রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটে। ক্যাম্পবেল করেন ২৪ রান।
এরপর ৩৩.৫ ওভারে ইবাদত হোসেনের বলে ক্যাচ তুলে দেন রেইফার। নুরুল সহজেই সেটি মুঠিবদ্ধ করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে স্বাগতিকদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৮০ রান। ব্রাথওয়েট ৩৩ রানে অপরাজিত।
বিডিপ্রতিদিন/কবিরুল