প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১০৩ রানের জবাব দিতে কিছুটা ‘ধীরে চলা নীতি’ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিনশেষে ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫ রান তুলেছে তারা। আরেকটু সময় পেলে বাংলাদেশের স্বল্প পুঁজি পার হতে পারতো ক্যারিবীয়রা। তবে সেটা না হলেও দ্বিতীয় দিনে তারা বড় টার্গেট দিবে এমন ইঙ্গিত স্পষ্ট।
নিজেদের প্রথম ইনিংসের সূচনায় ১৫ ওভার শেষে বোর্ডে ১৫ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। টাইগার বোলাররা এ পর্যন্ত কোনো উইকেট তুলে নিতে সক্ষম হয়নি।
পরে দুই উইকেট তুলে নিলেও রানের লাগাম টানতে পারেনি বাংলাদেশ। একাধিক সহজ ক্যাচ ফেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ সহজ করে দিয়েছে। ৪২ রানে উইকেটে আছেন ক্রেইগ ব্রেথওয়েট। ১২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন নিমিরাহ বুনার।
বিডিপ্রতিদিন/কবিরুল