৩১২ রানের টার্গেট, ওয়ানডেতে মোটেও মামুলি নয়। তবে সেই কঠিন কাজটাই শেষ পর্যন্ত সহজ করেছে ভারতের দলীয় লড়াই।
ওপেনার শিখর ধাওয়ান মাত্র ১৩ রানে ফেরার যে ধাক্কা লেগেছিল, তা ভালোভাবেই সামলে নিয়েছিলেন আরেক ওপেনার শুভমন গিল, আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক তরুণ শ্রেয়াস আইয়ার। ৪৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন গিল। ৭১ বলে ৬৩ রানে থেমেছেন আইয়ার।
সূর্য কুমার যাদব ৯ রানে ফিরলেও সঞ্জু স্যামসন হাল ছাড়েননি। দীপক হুদাকে সাথে নিয়ে লড়াই চালিয়েছে গেছেন। সঞ্জু ৫৪ আর দীপক ৩৩ রানে ফিরলে খানিকটা ধাক্কা খায় ভারত।
তবে তখনও চমক বাকি, একাই দলের দায়িত্ব কাঁধে তুলে নেন অক্ষর প্যাটেল। ৩৫ বলে ১৮২-এর বেশি স্ট্রাইকরেটে দলকে জয়ের বন্দরেই পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন এই তরুণ তুর্কি।
এর আগে শাই হোপের ১১৫ আর নিকোলাস পুরানের ৭৪ রানে ভর করে ভারতকে ৩১২ রানের টার্গেট দেয় ক্যারিবীয়রা। অক্ষরের ব্যাটে ভর করে ৪৯ ওভার ৪ বলেই সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটাতে টানা জয় তুলে এরইমধ্যে ২-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে শিখর ধাওয়ানের ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ৩১১/৬
শাই হোপ ১১৫ (১৩৫)
নিকোলাস পুরান ৭৪ (৭৭)
ভারত ৩১২/৮
শ্রেয়াস আইয়ার ৬৩ (৭১)
অক্ষর প্যাটেল ৬৪ (৩৫)*
বিডি প্রতিদিন/নাজমুল