ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বোমা ফাটিয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি বলেছেন, তাকে ক্লাব থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। এই চেষ্টা শুধু এ বছরই করা হচ্ছে তা নয়, গত বছরও কর হয়েছিল। টকটিভিতে জনপ্রিয় উপস্থাপক পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো ক্লাবের কোচ এরিক টেন হাগকে নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘আমার কোচের প্রতি কোনও সম্মান নেই, কারণ তিনি আমাকে সম্মান দেখাননি। যদি আপনি আমাকে সম্মান না দেখান আমারও আপনার প্রতি কোনও সম্মান নেই।’
চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাবে যোগ দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন রোনালদো। তাই দলে নিজের সেরাটা ঢেলে দিতে চেয়েছিলেন। কিন্তু কোচ ও ক্লাবের কয়েকজন নির্বাহী তাকে আর দলেই দেখতে চান না। রোনালদো বলেন, ‘শুধু কোচই নন, ক্লাবে আমাকে দেখতে চান না এমন আরও দু তিন জন আছেন। আমি প্রতারিত বোধ করছি’।
ক্লাবের সিনিয়র নির্বাহী কেউ তাকে ক্লাব থেকে বের করার চেষ্টা করছে কি না এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘আমি এসব পরোয়া করি না। মানুষের সত্য জানা প্রয়োজন। হ্যাঁ আমি প্রতারিত অনুভব করেছি এবং কিছু মানুষ আমাকে এখানে চায়নি, শুধু এই বছর না, গত বছরও।’
রোনালদো বলেছেন, ‘আমি মনে করি সমর্থকদের সত্য জানা প্রয়োজন। আমি ক্লাবের জন্য সেরাটা দিতে চাই এজন্য আমি এখানে এসেছি। স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাব ছাড়ার পর ক্লাবে কোনও পরিবর্তন আসেনি, কিছুই বদলায়নি। ক্লাবে অনেক অনেক পরিবর্তন প্রয়োজন। সবাই এসব বোঝে। যারা এসব দেখে না, তারা দেখতে চায় না। তারা অন্ধ’।
রোনালদো সাবেক সতীর্থ ইংল্যান্ডের ওয়েন রুনির ওপরও রাগ ঝেড়েছেন। রোনালদো বলেন, ‘আমি জানি না রুনি আমার এতো বাজেভাবে কেন সমালোচনা করে। হয়তো তার ক্যারিয়ার শেষ এবং আমি এখনও শীর্ষ পর্যায়ে খেলছি’।
বিডি প্রতিদিন/ফারজানা