গত শুক্রবার আইপিএল নিলামে অজি ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি দামে (১৭ কোটি ৫০ লাখ রুপি) বিক্রি হয়ে সর্বকালীন রেকর্ড গড়েন গ্রিন।
সোমবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ধস নামিয়ে আরও একটি সর্বকালীন ইতিহাস গড়লেন অজি অল-রাউন্ডার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। একসময় মাত্র ৬৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে মারকো জানসেনকে সঙ্গে নিয়ে কাইল ভেরেইন দলের বিপর্যয় রোধ করেন।
শেষে জানসেন ও ভেরেইন, দু’জনকে ফিরিয়েই ফের প্রোটিয়া ইনিংসে ধস নামান গ্রিন। শেষমেশ দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। ক্যামেরন গ্রিন প্রথম ইনিংসে ১০.৪ ওভার বল করে ৩টি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নেন।
টেস্ট ক্যারিয়ারে গ্রিন এই প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। ক্যারিয়ারের সেরা বোলিং করার পাশাপাশি ক্যামেরন অন্য একটি সর্বকালীন রেকর্ডও গড়ে ফেললেন মেলবোর্নে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম অজি ক্রিকেটারে পরিণত হন তিনি।
বিডি প্রতিদিন/কালাম