ইন্দোর টেস্টে ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। পিটার হ্যান্ডসকম্ব ৭ আর ক্যামেরুন গ্রিন ৬ রানে অপরাজিত ছিলেন। সকালে ভালোভাবেই প্রতিরোধ গড়ে তুলেছিলেন তারা। কিন্তু ইনিংস বড় করতে পারেননি।
৪ উইকেটে ছিল ১৮৬। ভারতকে প্রথম ইনিংসে ১০৯ রানে গুটিয়ে দেওয়া অস্ট্রেলিয়া বড় লিডের এগোচ্ছিল। কিন্তু হঠাৎ ভোজবাজির মতো পাল্টে গেলো চিত্র। শেষ ৬ উইকেটে মাত্র ১১ রান তুলতে পারলো সফরকারী দল। একটা সময় দারুণ অবস্থানে থাকা অসিরা প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ১৯৭ রানেই।
হ্যান্ডসকম্বকে (১৯) ফিরিয়ে জুটিটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ওই জুটি ভাঙার পরই ম্যাচে ফিরে ভারত। একে একে সাজঘরের পথ ধরেন গ্রিন (২১), মিচেল স্টার্ক (১), অ্যালেক্স ক্যারে (৩), টড মার্ফি (০) আর নাথান লিয়ন (৫)।
জাদেজা আগের দিনই ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিনে ৩টি করে উইকেট নিজের নামের পাশে যোগ করেন অশ্বিন আর উমেশ।
জবাবে বিনা উইকেটে ১৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ