ফিফা ফুটবল বিশ্বকাপ ২০৩০ সালের আয়োজক হতে চেয়েছিল সৌদি আরব। গ্রিস ও মিশরের সাথে যৌথভাবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর আয়োজনের দৌড়ে নামতে চেয়েছিল রিয়াদ। এমন খবরই জানা গিয়েছিল বিভিন্ন গণমাধ্যমের বদৌলতে।
তবে এবার নানা গণমাধ্যমের খবর বলছে, আয়োজক হওয়ার দৌড় থেকে নিজেদের সরিয়ে নিয়েছে সৌদি। যদিও দেশটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ২০৩০ সালে হতে যাচ্ছে ফুটবলের শতবর্ষী আসর। আর এই আসর আয়োজন করবে কারা তা নির্ধারিত হবে ২০২৪ সালে।
টুর্নামেন্টটির আয়োজক হতে এরইমধ্যে দরপত্র জমা দিয়েছে স্পেন, পর্তুগাল ও আর্জেন্টিনাসহ চার দেশ। এই আসর আয়োজনের ব্যাপারে গ্রিস ও মিসরও আগ্রহ দেখিয়েছে। তাদের সাথেই তৃতীয় দেশ হিসেবে যুক্ত হতে চেয়েছিল সৌদি আরব।
সৌদির সরে যাওয়ার খবরটা সত্যি হলে বাকিদের জন্য সেটা স্বস্তির।
বিডি প্রতিদিন/নাজমুল