আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজেই আসন্ন বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি সেরে ফেলতে চায় টাইগার শিবির। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাসের দাবি, আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতিতে আফগান সিরিজ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
শনিবার নিক পোথাস এই সিরিজ সম্পর্কে বলেছেন, ‘মূল লক্ষ্য অবশ্যই বিশ্বকাপ ও এশিয়া কাপ। আফগানিস্তান সিরিজের চেয়ে ভালো কোনো প্রস্তুতি আমরা আর চাইতে পারতাম না। তারা খুবই, খুবই ভালো ওয়ানডে দল।’
ওয়ানডে সংস্করণেও আফগানদের বিপক্ষেও জয় চান এই কোচ। তবে টাইগারদের ওপর কোনো চাপ দিতে রাজি নন তিনি। তার মতে টাইগারদের বেশি চাপে রাখে গণমাধ্যম ও সমর্থকরা।
নিক বলেছেন, ‘তারা ভীষণ কঠিন প্রতিপক্ষ। তবে চাপের কথা যদি বলে, সেটা কেবলমাত্র… একটি দিক থেকেই আসে। সংবাদমাধ্যম ও সমর্থকদের কাছ থেকে আসে চাপ, আমাদের দিক থেকে নয়। এটা তাই আপনাদের ওপর, কতটা চাপ আপনারা দিতে চান।’
বিডি প্রতিদিন/নাজমুল