১০ নভেম্বর, ২০২৩ ২১:৩০

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

শ্রীলঙ্কান ক্রিকেটের মেম্বারশিপ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

আজ শুক্রবার আইসিসির এক সভায় তাৎক্ষণিক এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে। 

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ চলবে না। আগেও একবার এই নিয়ম ভঙ্গ করায় দেশটির ক্রিকেট বোর্ডকে দেওয়া সুযোগ-সুবিধা স্থগিত করেছিল আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি বোর্ড আজ বৈঠকে বসে ঠিক করেছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট  সদস্য হিসেবে তার প্রতিশ্রুতির গুরুতর লঙ্ঘন করছে। বিশেষ করে স্বায়ত্তশাসিতভাবে পরিচালনার প্রয়োজনীয়তা এবং শাসন, প্রবিধান ও প্রশাসনে কোনো সরকারি হস্তক্ষেপ নেই তা নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট।’

উল্লেখ্য, ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল শ্রীলঙ্কা।

সূত্র : ইএসপিএন ক্রিকইনফো

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

সর্বশেষ খবর