মোহাম্মদ শামির ভারত জাতীয় দলে ফেরার বিষয়টি অনেকটা দোলাচলে রয়েছে। দীর্ঘ এক বছর চোটের কারণে মাঠের বাইরে থাকার পর গত মাসে তিনি মাঠে ফিরলেও, এরপর থেকে আছেন জাতীয় দলের পর্যবেক্ষণে। ফিটনেস সংক্রান্ত ছাড়পত্র না পাওয়ায় এই পেসারের দলে ফেরার সম্ভাবনা বারবার পিছিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। এরপর অধিনায়ক রোহিত শর্মার সামনে উঠেছে শামির প্রসঙ্গ। যেখানে তার দলে ফেরার প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে!
অ্যাডিলেডে আজ (রবিবার) ভারত-অস্ট্রেলিয়ার পিঙ্ক টেস্ট তৃতীয় দিনেই শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার নেওয়া ১৫৭ রানের লিড পেরিয়ে মাত্র ১৮ রান করে রোহিতের দল। লক্ষ্য তাড়ায় প্যাট কামিন্সের দল ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে। ম্যাচটিতে ভারতীয় বোলারদের পারফরম্যান্স নিয়ে বেশ আলোচনা হচ্ছে। জাসপ্রিত বুমরাহ ছাড়া আর কেউ প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারেননি। তাই দলে শক্তি বাড়াতে শামিকে ফেরানোর তাগিদ দিয়েছেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
অ্যাডিলেড টেস্টে হারের পর শামির প্রসঙ্গ উঠলে রোহিত বলেন, ‘আমরা তাকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট) পর্যবেক্ষণ করছি। তার হাঁটু একটু ফুলে গেছে, যে কারণে টেস্ট ম্যাচ খেলার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে কিছুটা। সেজন্য আমাদের খুব বেশি সতর্ক হওয়া প্রয়োজন, এখানে এনে তার চোট আরও বাড়িয়ে দিতে চাই না। সে লম্বা সময় মাঠের বাইরে ছিল, তাই ১০০ ভাগের বেশি নিশ্চিত হতে চাই তাকে নিয়ে।’
তবে ঠিকই শামির জন্য জাতীয় দলের দরজা খোলা বলেও জানালেন রোহিত, ‘আমরা তাকে এখানে ডেকে দলের দায়িত্ব তুলে দেওয়ার মতো চাপ দিতে চাই না। এখানে পেশাদার পর্যবেক্ষণের বিষয় রয়েছে, আমরা সেখানকার মানুষদের (স্থানীয় কোচিং স্টাফ) কাছ থেকে জানব যে শামিকে নিয়ে তাদের অনুভূতি। প্রতিটি ম্যাচেই তার দিকে নজর রয়েছে, ম্যাচে চারটি ওভার শেষে সে কেমন বোধ করে সেটা উনারা দেখেন। তবে এটা ঠিক যে তার জন্য যেকোনো সময় এখানে (জাতীয় দল) এসে খেলার দরজা খোলা।’
এর আগে ভারতীয় দলের বোলিংয়ে হতাশ হয়ে ভারতীয় কিংবদন্তি ও বর্তমানে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেন, ‘যতটা দ্রুত সে (শামি) এখানে পৌঁছাবে, ততই ভালো। সে ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। বুমরাহ ও অন্যদের বোলিং দেখে আপনি চাপটা বুঝতে পারবেন। এখানে বুমরাহ’র ওপর চাপ অনেক বেশি।’ ভারতের পরের টেস্টে না হলেও, চতুর্থ–পঞ্চম টেস্টে অন্তত শামিকে চান শাস্ত্রী, ‘আমি মনে করি ব্রিসবেনে তার ফেরাটা দ্রুত হয়ে যায়, সম্ভবত মেলবোর্ন এবং সিডনিতে ঠিক আছে!’
ভারত-অস্ট্রেলিয়ার পরের তিনটি টেস্ট হবে যথাক্রমে ব্রিসবেন (১৪ ডিসেম্বর), মেলবোর্ন (২৬ ডিসেম্বর) ও সিডনিতে (৩ জানুয়ারি)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। ফলে নিজেদের শক্তি বাড়াতে শামিকে দলে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবে ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর তার পায়ের গোড়ালিতে সার্জারি করা হয়। ফলে এক বছর তিনি ছিলেন মাঠের বাইরে। তবে ওই সময় চোট পুনর্বাসন করেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। ফিটনেস নিয়ে তাদের ছাড়পত্র পেলেই দলে যোগ দিতে পারবেন এই তারকা পেসার।
চোট থেকে ফিরে সম্প্রতি রঞ্জি ট্রফিতে বাংলা দলের হয়ে একটি ম্যাচ খেলেছেন শামি। যেখানে শিকার করেন ৭ উইকেট। এ ছাড়া বর্তমানে চলমান সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭ ম্যাচে তার শিকার ৮ উইকেট। বল করেছেন ২৭.৩ ওভার।
বিডি প্রতিদিন/আশিক