চলছে এখন ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তির যুগ। এখন ইন্টারনেট সার্চ করলেই মুহূর্তে হাতে পাওয়া যায় সব তথ্য। যারা ধনী হতে চান তারাও ইন্টারনেটে পেতে পারেন গুরুত্বপূর্ণ তথ্য। এজন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যা সহায়ক ভূমিকা রাখতে পারে। নিচে সেসব ওয়েবসাইট নিয়েই আলোচনা করা হলো :
দ্য মোটলি ফুল : দ্য মোটলি ফুল (The Motley Fool) নামে ওয়েবসাইটটিতে পাবেন আর্থিক বিষয়ে নানা তথ্য। এছাড়া রয়েছে বিনিয়োগ ও আর্থিক সঞ্চয়ের বিষয়ে নানা প্রয়োজনীয় লিংক। মূলত মার্কিন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি এ ওয়েবসাইটটি।
সাইটের ঠিকানা- http://www.fool.com/
খান একাডেমির ফাইন্যান্স : ইন্টারঅ্যাকটিভ এ ওয়েবসাইটটি বিভিন্ন ভিডিও ও ছবির মাধ্যমে আপনাকে আর্থিক নানা বিষয় শেখাতে সহায়তা করবে। সাইটের ঠিকানা- https://www.khanacademy.org/economics-finance-domain/core-finance
মর্নিংস্টার : বিভিন্ন মার্কিন মিউচুয়াল ফান্ডের তথ্য পাওয়া যাবে এখানে। এছাড়া বিনিয়োগের বিষয়ে বিশ্লেষণ, সংবাদ ও টিউটোরিয়ালও মিলবে এ সাইটটিতে। সাইটের ঠিকানা- http://www.morningstar.com/
আই উইল টিচ ইউ টু বি রিচ : ধনী হওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ও পরামর্শ পাবেন এ সাইটটিতে। এটির উদ্যোক্তা র্যামিট সেথি। তিনি তার বুদ্ধি ও অভিজ্ঞতা শেয়ার করেছেন এ সাইটে। সাইটের ঠিকানা- http://www.iwillteachyoutoberich.com
রকস্টার ফাইন্যান্স : রকস্টার ফাইন্যান্স সাইটটির নির্মাতা জে. মানি। তিনি বিভিন্ন স্থানে লেখা তার নিবন্ধগুলো একত্রিত করেছেন এ সাইটে। এছাড়া ইমেইল সাবস্ক্রাইব করার ব্যবস্থাও রয়েছে এ সাইটে। সাইটের ঠিকানা- http://rockstarfinance.com/
ক্রেডিট ডট কম : ক্রেডিট স্কোর জানার জন্য একটি সাইট হলো ক্রেডিট ডট কম। এতে বাড়ি কেনা কিংবা লোন পাওয়ার জন্যও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। সাইটের ঠিকানা https://www.credit.com/
স্মার্ট প্যাসিভ ইনকাম : আপন যদি অনলাইন থেকে বাড়তি কিছু আয় করার বিষয়ে জানতে চান তাহলে এ ওয়েবসাইটের সহায়তা নিতে পারেন। সাইটের ঠিকানা http://www.smartpassiveincome.com/
মি. মানি মাসট্যাস : বিখ্যাত লেখক পিটার অ্যাডেনির ওয়েবাসাইট মি. মানি মাসট্যাস। এ সাইটে তিনি অর্থ বিষয়ে তার নানা লেখা শেয়ার করেছেন। সাইটের ঠিকানা http://www.mrmoneymustache.com/
কিপলিংগার : কিপলিংগার্স ম্যাগাজিনের ডিজিটাল ভার্সন হলো এ ওয়েবসাইট। এতে রিয়েল এস্টেট, রিটায়ারমেন্ট ইত্যাদি বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। সাইটের ঠিকানা http://www.kiplinger.com/
ইনভেস্টোপিডিয়া : বিনিয়োগকারীদের যাবতীয় তথ্যের জন্য একটি আদর্শ সাইট এ ইনভেস্টোপিডিয়া। সাইটের ঠিকানা http://www.investopedia.com/
এছাড়া আরও কিছু সাইট হলো :
ওয়াইজব্রেড- http://www.wisebread.com/, ব্ল্যাকরকব্লগ-https://www.blackrockblog.com/, নার্ডওয়ালেট- https://www.nerdwallet.com/
লার্নভেস্ট- https://www.learnvest.com/knowledge-center/ সূত্র : বিজনেস ওয়েবসাইট
বিডি-প্রতিদিন/৮ জুন ২০১৬/শরীফ