চালকবিহীন বিমান বা ড্রোন এখন অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। এবার ইংল্যান্ডে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ বিজ্ঞানী আবিষ্কার করলেন এমন একটি ড্রোন যা কোন প্রাকৃতিক বিপর্যয়ের পর যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করবে।
জীবনরক্ষকারী ড্রোনটির নাম এক্সিজেন্সি৷ আবিষ্কারকের নাম লুকমান প্যাটেল। লুকমান ইংল্যান্ডের স্ট্যাফটশিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিপর্যয়ে কবলে থাকা মানুষ খুব সহজেই ওই ড্রোনের সাহায্যে পরিবার ও উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে পারবে৷
লুকমান জানিয়েছেন, তার গবেষণার মাধ্যমে কোন প্রাকৃতিক বিপর্যয় হলে বিপদগ্রস্ত মানুষরা ওই ড্রোনের সাহায্যে ৭২ ঘন্টার মধ্যে তার আত্মীয়দের জানাতে পারবে যে সে জীবিত আছে। ড্রোনটি অস্থায়ী যোগাযোগ স্থাপনেও সহায়তা করবে।
বিপদগ্রস্ত মানুষরা যাতে তাড়াতাড়ি নিজের পরিবার ও উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে সেজন্য এটি একটি অভিনব উদ্যোগ বলে মনে করা হচ্ছে৷ এমনকি এই ড্রোন অতিরিক্ত সময় যোগাযোগ স্থাপনেও সাহায্য করবে বলে জানিয়েছেন প্যাটেল৷
বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন