ফেসবুকে সরাসরি প্রচার করে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও সম্মান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
এ সম্পর্কে এক অনুষ্ঠানে তিনি বলেন, নিহতের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে। এছাড়া, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে তাদের আরও অনেক কাজ করতে হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ফেসবুকের লাইভে এসে স্টিভ স্টিফেন্স নামের এক ব্যক্তি গুলি চালিয়ে রবার্ট গুডউইন নামের আরেক ব্যক্তিকে হত্যা করে। হত্যাকাণ্ডের ভিডিওটি ফেসবুকে আসার পর সরাতে ফেসবুক কর্তৃপক্ষের দুই ঘণ্টা সময় লেগেছে। দীর্ঘ সময় লাগায় সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ