স্বচালিত গাড়ি উন্মুক্ত করতে যাচ্ছে চীনা সার্চ ইঞ্জিন ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বাইদু। চলতি বছরের জুলাইয়ে সীমিত পরিবেশে এ গাড়ি উন্মুক্ত হলেও ২০২০ সালের মধ্যে ধীরে ধীরে মহাসড়ক ও শহরে সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি আনা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
নতুন এই প্রকল্পের নাম দেয়া হয়েছে, ‘অ্যাপোলো’। নয়া প্রযুক্তির জন্য গাড়ি, সেন্সর এবং অন্যান্য যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। চলতি বছর জানুয়ারিতে সাবেক মাইক্রোসফট নির্বাহী কর্মকর্তা কি লু-কে প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় বাইদু।
উল্লেখ্য, স্বচালিত গাড়ির প্রযুক্তিতে এক সঙ্গে কাজ করছিল বিলাসবহুল গাড়ি নির্মাতা জার্মান প্রতিষ্ঠান বিএমডাব্লিউ ও বাইদু। তবে মতের মিল না হওয়ায় যৌথ গবেষণা বন্ধ করে দেয় প্রতিষ্ঠান দুটি।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ