বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নতুন সার্চ ইঞ্জিন আনছে গুগল

টেকনোলজি ডেস্ক

নতুন সার্চ ইঞ্জিন আনছে গুগল

মাইক্রোসফট ও ওপেনএআই নানা প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হওয়ার মধ্যেই গুগল এমন এক সার্চ পরিষেবা তৈরির প্রাথমিক পর্যায়ে আছে, যা ব্যবহারকারীর প্রত্যাশার চেয়েও বেশি পার্সোনালাইসড অভিজ্ঞতার সুবিধা দেবে। এ প্রকল্পের কোনো পরিষ্কার সময়সূচি নেই। পাশাপাশি নিজেদের বিদ্যমান সার্চ ইঞ্জিনেও ম্যাগি কোড নামে নতুন একশ্রেণির এআই ফিচার তৈরিতে কাজ করছে গুগল। এসব ফিচারের পাশাপাশি গুগল এমন এক চ্যাটবট বানাচ্ছে, যা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি বিভিন্ন কোড স্নিপেটো বানাতে পারে। প্রাসঙ্গিক তথ্য দেখানোর উদ্দেশ্যে এটি চ্যাটবটকে ব্যবহারকারীর পড়া বিভিন্ন ওয়েবসাইট স্ক্যান করার সুযোগ দেবে। জিফি ও টিভলি টিউটর নামে পরিচিত পরীক্ষামূলক ফিচার দুটি ব্যবহারকারীকে গুগল ইমেজ সার্চে ছবি তৈরি ও চ্যাটবটে কথপোকথনের জন্য নতুন ভাষা শেখার সুযোগ দেবে। 

সর্বশেষ খবর