মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

একুশের গ্রন্থমেলা নিয়ে ব্যস্ত বাংলাবাজার

মাহবুব মমতাজী

বাংলা একাডেমিতে অমর একুশের গ্রন্থ মেলাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে বাংলাবাজারের বই পাড়ায়। একই সঙ্গে ছাপাখানাগুলোতেও পড়েছে লম্বা সিরিয়াল। ভাষা আন্দোলনের মহান মাসে প্রাণের গ্রন্থ মেলায় পাঠকদের হাতে প্রিয় লেখকদের বই তুলে দিতে রাতদিন কাজের প্রতিযোগিতা চলছে প্রকাশনীগুলোতে। লেখকদের সঙ্গে যোগাযোগ, পাণ্ডুলিপি সংগ্রহ, কম্পোজ, যাচাই-বাছাইয়ের মধ্যে সময় পার করছেন প্রকাশকরা। এ বছরের বই মেলায় বই প্রকাশে নতুন লেখকদের অংশগ্রহণ আগের চেয়ে বেশি হবে বলে জানিয়েছেন তারা। রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ থাকায় গত বছরের তুলনায় স্বস্তি রয়েছে বই পাড়ায়। বই প্রকাশ ও ব্যবসা নিয়ে অনেক আশাবাদী প্রকাশকরা। জানা গেছে, এবছর বই মেলায় প্রায় আড়াইশর বেশি প্রকাশনী ও পুস্তক বিক্রয় প্রতিষ্ঠান অংশ নেবে। বিখ্যাত সাহিত্যিকদের বই ছাড়াও নতুন লেখকদের বই প্রকাশ করা হচ্ছে এবারের মেলায়। সব মিলে প্রায় দুই হাজারের বেশি বই মেলায় স্থান পেতে পারে। মেলার প্রস্তুতিকে সামনে রেখে পাণ্ডুলিপির প্রুফ কপি দেখানো, কম্পোজ ও ছাপাখানায় প্রকাশকদের দীর্ঘ সিরিয়াল পড়েছে। অনন্যা, অন্যপ্রকাশ, উত্তরণ, মাওলা ব্রাদার্স ও জ্ঞান বিতরণীসহ অন্যান্য ছোট-বড় সব প্রকাশনীতে থাকছে নতুন অনেক বই। বর্তমানে স্টল বরাদ্দের আবেদন সংগ্রহ করছে বাংলা একাডেমি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর