পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইতোমধ্যে দেশসেরার সুনাম অর্জন করেছে রাজশাহী মহানগরী। সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নানামুখী উদ্যোগে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও আধুনিকায়ন হচ্ছে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ইতোমধ্যে আটটি অত্যাধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) কাজ চলছে। আরও দুটি এসটিএস নির্মাণাধীন। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রথম মেয়াদে ২০০৯ সালে রাতে বর্জ্য আবর্জনা অপসারণ কার্যক্রম চালু করেছিলেন মেয়র লিটন। বর্জ্য ব্যবস্থাপনার আরও আধুনিকায়নে রাজশাহীতে অত্যাধুনিক এসটিএস নির্মাণ করে কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ ২০ জানুয়ারি রেশম উন্নয়ন বোর্ড-সংলগ্ন রেলওয়ে এসটিএসের যাত্রা শুরু হয়। এর আগে ৩০ ডিসেম্বর মিশন হাসপাতাল এসটিএস এবং বুলুনপুর এসটিএসের কার্যক্রমের উদ্বোধন হয়। এ ছাড়া বড়কুঠি, তেরখাদিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কাজলা, কলাবাগান এলাকায় একটি করে এসটিএসের কার্যক্রম চলছে। বর্তমানে ঐতিহ্য চত্বর ও ভদ্রা বস্তি-সংলগ্ন স্থানে আলাদা দুটি এসটিএস নির্মাণ কাজ চলছে। পর্যায়ক্রমে সিটির ৩০টি ওয়ার্ডে একটি করে অত্যাধুনিক এসটিএস নির্মাণ হবে। এদিকে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য পরিশোধনে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্ট’ স্থাপন করেছে সিটি করপোরেশন। গত বছরের ১ অক্টোবর প্লান্টটির উদ্বোধন করেন সিটি মেয়র। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের বহুমুখী উদ্যোগ আর নিরলস প্রচেষ্টার কারণে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী অনেক সুনাম অর্জন করেছে। সিটি করপোরেশনের সেই অর্জন ধরে রাখতে এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে একের পর এক এসটিএস নির্মাণ হচ্ছে। রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, আধুনিক, উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন হচ্ছে
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর