পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইতোমধ্যে দেশসেরার সুনাম অর্জন করেছে রাজশাহী মহানগরী। সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নানামুখী উদ্যোগে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও আধুনিকায়ন হচ্ছে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ইতোমধ্যে আটটি অত্যাধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) কাজ চলছে। আরও দুটি এসটিএস নির্মাণাধীন। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রথম মেয়াদে ২০০৯ সালে রাতে বর্জ্য আবর্জনা অপসারণ কার্যক্রম চালু করেছিলেন মেয়র লিটন। বর্জ্য ব্যবস্থাপনার আরও আধুনিকায়নে রাজশাহীতে অত্যাধুনিক এসটিএস নির্মাণ করে কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ ২০ জানুয়ারি রেশম উন্নয়ন বোর্ড-সংলগ্ন রেলওয়ে এসটিএসের যাত্রা শুরু হয়। এর আগে ৩০ ডিসেম্বর মিশন হাসপাতাল এসটিএস এবং বুলুনপুর এসটিএসের কার্যক্রমের উদ্বোধন হয়। এ ছাড়া বড়কুঠি, তেরখাদিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কাজলা, কলাবাগান এলাকায় একটি করে এসটিএসের কার্যক্রম চলছে। বর্তমানে ঐতিহ্য চত্বর ও ভদ্রা বস্তি-সংলগ্ন স্থানে আলাদা দুটি এসটিএস নির্মাণ কাজ চলছে। পর্যায়ক্রমে সিটির ৩০টি ওয়ার্ডে একটি করে অত্যাধুনিক এসটিএস নির্মাণ হবে। এদিকে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য পরিশোধনে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্ট’ স্থাপন করেছে সিটি করপোরেশন। গত বছরের ১ অক্টোবর প্লান্টটির উদ্বোধন করেন সিটি মেয়র। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের বহুমুখী উদ্যোগ আর নিরলস প্রচেষ্টার কারণে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী অনেক সুনাম অর্জন করেছে। সিটি করপোরেশনের সেই অর্জন ধরে রাখতে এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে একের পর এক এসটিএস নির্মাণ হচ্ছে। রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, আধুনিক, উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন হচ্ছে
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর