পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইতোমধ্যে দেশসেরার সুনাম অর্জন করেছে রাজশাহী মহানগরী। সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নানামুখী উদ্যোগে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও আধুনিকায়ন হচ্ছে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ইতোমধ্যে আটটি অত্যাধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) কাজ চলছে। আরও দুটি এসটিএস নির্মাণাধীন। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রথম মেয়াদে ২০০৯ সালে রাতে বর্জ্য আবর্জনা অপসারণ কার্যক্রম চালু করেছিলেন মেয়র লিটন। বর্জ্য ব্যবস্থাপনার আরও আধুনিকায়নে রাজশাহীতে অত্যাধুনিক এসটিএস নির্মাণ করে কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ ২০ জানুয়ারি রেশম উন্নয়ন বোর্ড-সংলগ্ন রেলওয়ে এসটিএসের যাত্রা শুরু হয়। এর আগে ৩০ ডিসেম্বর মিশন হাসপাতাল এসটিএস এবং বুলুনপুর এসটিএসের কার্যক্রমের উদ্বোধন হয়। এ ছাড়া বড়কুঠি, তেরখাদিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কাজলা, কলাবাগান এলাকায় একটি করে এসটিএসের কার্যক্রম চলছে। বর্তমানে ঐতিহ্য চত্বর ও ভদ্রা বস্তি-সংলগ্ন স্থানে আলাদা দুটি এসটিএস নির্মাণ কাজ চলছে। পর্যায়ক্রমে সিটির ৩০টি ওয়ার্ডে একটি করে অত্যাধুনিক এসটিএস নির্মাণ হবে। এদিকে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য পরিশোধনে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্ট’ স্থাপন করেছে সিটি করপোরেশন। গত বছরের ১ অক্টোবর প্লান্টটির উদ্বোধন করেন সিটি মেয়র। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের বহুমুখী উদ্যোগ আর নিরলস প্রচেষ্টার কারণে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী অনেক সুনাম অর্জন করেছে। সিটি করপোরেশনের সেই অর্জন ধরে রাখতে এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে একের পর এক এসটিএস নির্মাণ হচ্ছে। রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, আধুনিক, উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
শিরোনাম
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল