মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ঘরের কাছেই মিলবে স্বাস্থ্যসেবা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

ঘরের কাছেই মিলবে স্বাস্থ্যসেবা

সিলেট নগরবাসীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে চালু করা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। ইতোমধ্যে চারটি ওয়ার্ডে এই সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আগামী মাসে চালু হবে আরও পাঁচটি। এসব স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগ নির্ণয় পরীক্ষার সুযোগ পাবেন নগরবাসী। এ ছাড়া আগামী ফেব্রুয়ারিতে নগরীতে চালু করা হচ্ছে বিশেষায়িত মা ও শিশু হাসপাতাল। সূত্র জানায়, নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে প্রথমে নগরীর সাতটি ওয়ার্ডে ‘প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার’ চালু করা হয়। ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট’র অধীনে ও এডিবির অর্থায়নে এই সেন্টারগুলো পরিচালিত হচ্ছে। এ ছাড়া নগরীর ধোপাদিঘীর উত্তরপাড়ে সিটি করপোরেশনের অর্থায়নে পরিচালিত হচ্ছে ‘বিনোদিনী হাসপাতাল’ নামে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্র। এবার সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে নগরীর আরও নয়টি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২০ ডিসেম্বর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীরমহল্লায়, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা মদিনা হাউজিংয়ে, ১৯ নম্বর ওয়ার্ডের দফতরিপাড়ায় ও ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় এই স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো উদ্বোধন করেন। আগামী জানুয়ারিতে নগরীর ৪, ৬, ১৪, ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যায়, একই রকম সেবা পাওয়া যাবে সিটি করপোরেশনের এসব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে। নগরবাসী বিশেষ করে নগরীর দরিদ্র জনগোষ্ঠী ঘরের কাছেই যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও সহায়তা পান সে লক্ষ্যেই সিটি করপোরেশন এই উদ্যোগ নিয়েছে। এসব সেবাকেন্দ্রে চিকিৎসকের পরামর্শ, ৩০ ধরনের ওষুধ এবং বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা বিনামূল্যে দেওয়া হবে। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, মা ও শিশু সেবা সহজতর করতে নগরীর কুমারপাড়ায় সিটি করপোরেশনের উদ্যোগে একটি বিশেষায়িত হাসপাতালের কাজ চলছে। জানুয়ারির মধ্যে নয়তলা এই হাসপাতালে আসবাবপত্র ও যন্ত্রপাতি বসানো হবে। ফেব্রুয়ারি থেকে হাসপাতালটি চালু করা সম্ভব হবে। হাসপাতালটিতে নামমাত্র মূল্যে নগরীর গরিব নারী ও শিশুরা সব ধরনের স্বাস্থ্যসেবা পাবেন। প্রতিটি ওয়ার্ডে গরিব নারী ও শিশুদের হেলথ কার্ড দেওয়া হবে, যাতে তারা বিশেষায়িত এই হাসপাতালে স্বল্প খরচে সেবা নিতে পারেন।

 

সর্বশেষ খবর