মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ০০:০০ টা

সিটি ভোটে রাজপথে নারীরা

আফজাল, টঙ্গী

সিটি ভোটে রাজপথে নারীরা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মিটিং মিছিলে পুরুষের চেয়ে সক্রিয় ভূমিকায় নারীরা। নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করছে নারী ভোটাররা। নগরজুড়ে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি হওয়ায় নারীদের কাজে লাগিয়ে ভোট সংগ্রহের চেষ্টা চলছে। প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন নারীরা। আবার অলি গলিতে পুরুষের সঙ্গে মিছিলেও অংশ নিচ্ছেন তারা। টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ডের এক নারী ভোটার নাছরিন বলছেন, বিগত দিনে এই ওয়ার্ডের কাউন্সিলর তেমন একটা কাজ করেননি। তাই এবার নতুন প্রার্থী আহসান উল্লার ঠেলাগাড়ি মার্কার কাজ করছি।

নাগরিক সুযোগ-সুবিধা ও সেবার মান বাড়াতে নতুন ও তরুণ কাউন্সিলর প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন সম্ভাব্য প্রার্থীরা। অনেক কাউন্সিলর প্রার্থী তফসিল ঘোষণার আগে থেকেই ভোটারদের মন জোগাতে মাঠে নেমে পড়েছেন। নতুন, তরুণ ও নারী প্রার্থীরা একাধিক চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ করছেন। সম্ভাব্য প্রার্থীরা পোস্টার  ফেস্টুন, ব্যান্যার, হ্যান্ডবিল, সামাজিক প্রোগ্রামসহ বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এবার নতুন ও তরুণ প্রার্থীদের মধ্যে প্রচারণায় এগিয়ে রয়েছেন যারা তাদের মধ্যে ৪৭ নম্বর ওয়ার্ডে মো. আহসান উল্লাহ ও রজব আলী, ৪৬ নম্বর ওয়ার্ডে নূরুল ইসলাম নূরু, ৪৫ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন গাজী ও রিপন, ৪৪ নম্বর ওয়ার্ডে মাজহারুল ইসলাম দিপু ও নবীন, ৪৩ নম্বর ওয়ার্ডে আজমেরী খান টুটুল ও রাসেল, ৫৬ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন ও এম এম নাসির উদ্দিন, ৫৫ নম্বর ওয়ার্ডে মো. হাসেম, মোস্তাফিজুর রহমান টিটু ও হাসান, ৫৭ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম ও গিয়াস উদ্দিন সরকার, ৫৪ নম্বর ওয়ার্ডে এম এম হেলাল উদ্দিন, নাসির উদ্দিন মোল্লা ও বিল্লাল মোল্লা, ৪৮ নম্বর ওয়ার্ডে মহর আলী মৃধা ও সফিক, ৫১ নম্বর ওয়ার্ডে আমজাদ হোসেন, ৫২ নম্বর আলম পাশা ও মো. জাহাঙ্গীর ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে নির্বাচিত কাউন্সিলররা দীর্ঘদিন ক্ষমতায় থাকায় এবার তাদের কদর অনেকটাই কম। ফলে দু-একটি ওয়ার্ড ছাড়া বেশির ভাগ ওয়ার্ডে নতুনদের নিয়েই ভাবছেন ভোটাররা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর