বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সিল্কের পোশাকের যত্ন

সিল্কের পোশাকের যত্ন

♦ মডেল : সামিরা ♦ ছবি : মনজু আলম

সিল্কের কাপড় সাধারণত অনেক বেশি পাতলা ও হালকা। এই কাপড়ের পোশাক অভিজাত পার্টি বা জনসমাগমে জৌলুসতা বাড়ায়, যা অন্য সবার নজর কাড়ে সহজেই। তবে একটু অমনোযোগী হলেই নষ্ট হয়ে যাবে এই বিশেষ সৌন্দর্য। সিল্কের পোশাকের সঙ্গে ধারালো গয়না এড়িয়ে চলুন। এ ছাড়া যদি কোনো ধরনের রাফ গয়না পরা হয় তাহলে পোশাকের লোম বা সুতা উঠে সেটি নষ্ট হয়ে যেতে পারে। তাই এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গয়না ও ইনার নির্বাচন করতে হবে। এ তো গেল, পরিধানের কলা-কৌশল, এবার আসা যাক এর যত্নআত্তিতে। অনেক ব্র্যান্ডেই সিল্কের পোশাকে ড্রাই ক্লিনের নির্দেশনা দেওয়া থাকে। যদিও আমরা অনেকেই বিষয়টায় তেমন কর্ণপাত করি না। মনে রাখবেন, সিল্কের কাপড়ের জ্যাকেট বা গাউনগুলো ড্রাই ক্লিন পদ্ধতিতে পরিষ্কার করাই ভালো। তা না হলে পোশাকের শেপ নষ্ট হয়ে যেতে পারে কিংবা ভাঁজ পড়ে যেতে পারে। শিফন কিংবা জর্জেটের ব্লেজারগুলোকেও এভাবে যে কোনো ক্লিনারে দিলে পোশাকের রঙ নষ্ট হয়ে যেতে পারে। তাই সামান্য খরচ বেশি হলেও উন্নত ও বিশ্বস্ত ড্রাই ক্লিনারের কাছে দিন। আর হ্যাঁ, সব সিল্ক ড্রাই ক্লিনারে দেওয়া ঠিক নয়। কিছু সিল্কের পোশাক থাকে যা কেবলই ফেব্রিক্স। যেমন স্কার্ফ বা ওড়না। সেগুলো হাল্কা হাতে ঠান্ডা পানি ও মাইল্ড কোনো ক্লিনার বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ছায়াযুক্ত কোনো স্থানে শুকাতে দিতে হবে। রোদে সিল্ক শুকাতে দেওয়া যাবে না। কেননা এতে কাপড়ের ইলাস্টিসিটি কমে যাবে। সিল্কের পোশাকে ভাঁজ দূর করতে আয়রন বা স্টিম বিশেষ উপযোগী। তবে সে ক্ষেত্রে স্টিম করাটাই বেশি উপযোগী। কেননা স্টিমে পোশাকের রঙে কোনো তারতম্য হয় না। তাই সুযোগ থাকলে পার্সোনাল স্টিমার কিনে ফেলুন। যদি আয়রন করতেই হয় তাহলে আয়রনগুলোতে সিল্কের অপশনটি সেটিং করে নিতে হবে। কম হিটেও সিল্ক বেশ সুন্দরভাবেই সমান হয়ে যায়।

অতিরিক্ত ঘাম ও ডিওডোরেন্ট ব্যবহারের ফলে সিল্ক কাপড়ে এক ধরনের হলদেটে দাগ হয়। বিশেষজ্ঞরা বলেন, পোশাক এমনভাবে বানানো উচিত যা আমাদের আন্ডার আর্মসের খুব বেশি কাছাকছি না থাকে। অতিরিক্ত গরমের সময় সিল্কের পোশাক না পরা ভালো। তবে ভালো মানের ডিওডোরেন্ট ব্যবহার করলে এই ঘামের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

 

তথ্যসূত্র : লাইফস্টাইল ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর