বাংলাদেশে শীত আসে স্বল্প সময়ের জন্য, তবে বেশির ভাগ সময়ই থাকে মনোরম, হালকা ঠান্ডা হাওয়া। এই হালকা শীতে তরুণ-তরুণীদের ফ্যাশনে যেন বিশেষ উচ্ছ্বাস দেখা দেয়। ভারী শীতের পোশাক এখানে খুব প্রয়োজন হয় না; বরং দরকার আরামদায়ক, হালকা, একই সঙ্গে স্টাইলিশ পোশাক- যা উষ্ণতা দেবে এবং লুকে আনবে আধুনিকতা।
আজকাল বাজারে ছেলেদের জন্য ফুলস্লিভ হুডি টি-শার্ট, স্লিভলেস হুডি, হুডি শার্টসহ নানা নকশা পাওয়া যায়। মেয়েদের পোশাকেও হুডির ব্যবহার বেড়েছে, টপ, সোয়েটার ও কভারআপে হুডির উপস্থিতি স্টাইল এবং আরাম দুটোই বাড়াচ্ছে। রং ও প্যাটার্নের বৈচিত্র্য- একরঙা, ব্লক ডিজাইন ও প্রিন্টেড হুডি চাহিদায় শীর্ষে। এই বছরের ডিজাইনেও এসেছে রং ও প্যাটার্নের বৈচিত্র্য। একরঙা, ব্লক ডিজাইন এবং প্রিন্টেড হুডি টি-শার্ট চাহিদায় শীর্ষে, আর হুডি শার্টে ব্যবহার হচ্ছে কটন ও জিন্স ফেব্রিক। বোতাম-যুক্ত ডিজাইনের পাশাপাশি চেইন বা ফিক্সড হুডিও ভোক্তাদের পছন্দের তালিকায়।
হুডি এখন শুধু উষ্ণতার জন্য নয়, ফ্যাশনের প্রতীক হিসেবেও জনপ্রিয়। এটি ক্যাজুয়াল থেকে সেমি-স্পোর্টি লুকে সহজে মানিয়ে যায়। একসময় হুডি ছিল জ্যাকেটের অংশ, এখন সোয়েটার, শার্ট, এমনকি টি-শার্টেও হুডের সংযোজন পোশাককে দিয়েছে নতুন ব্যক্তিত্ব। ইজি ফ্যাশন হাউসের কর্ণধার তৌহিদ চৌধুরী বলেন, ‘হুডি মানেই এক পোশাকে দুই সুবিধা- শীত নিবারণ এবং মাথা ঢাকার ব্যবস্থা। সকালের কুয়াশা বা রাতের হালকা ঠান্ডায় এটি খুব কার্যকর। হালকা শীতের আবহে হুডি টি-শার্টের অনুভূতি অনেকের প্রিয়। সহজে তোলা যায় বা খোলা রাখলেও পোশাকের সৌন্দর্য কমে না।’
শুধু হুডি নয়, হালকা শীতের পোশাকের মধ্যে ফুলস্লিভ টি-শার্ট ও পোলো শার্টও জনপ্রিয়। কটন বা কটন ব্লেন্ড হওয়ায় এগুলো দীর্ঘক্ষণ আরাম দেয় এবং জিন্স বা ট্রাউজারের সঙ্গে মানিয়ে যায়। মেয়েদের জন্য ফুলস্লিভ টপ, পাতলা সোয়েটার এবং কার্ডিগানও ব্যবহারে খুব কার্যকর। ভি-নেক, রাউন্ড নেক বা ফ্রন্ট-ওপেন কার্ডিগান- সবই জনপ্রিয়। দিনের তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো খুলে বা পরে রাখা যায়।
জিন্স জ্যাকেট, বোম্বার জ্যাকেট ও হালকা লেদার জ্যাকেটও তরুণদের কাছে অপরিহার্য। জিন্স জ্যাকেটের ক্ল্যাসিক লুক কিংবা বোম্বার জ্যাকেটের স্পোর্টি স্টাইল- সব মিলিয়ে লুকে আনে বৈচিত্র্য। মেয়েদের জন্য স্ট্রাইপড হুডি টপ ও কভারআপ নতুন ট্রেন্ড। বিপরীত রঙের টি-শার্টের সঙ্গে পরলে এগুলো স্টাইলের পাশাপাশি হালকা উষ্ণতাও দেয়। ছাই, কালো, নেভি ব্লু ও মেরুন গাঢ রঙের পোশাক বাজারে বেশি দেখা যাচ্ছে এবং সহজে যে কোনো লুকের সঙ্গে মানিয়ে যায়। শীতকালে ‘লেয়ারিং’ তরুণদের প্রিয় কৌশল। ভিতরে সাধারণ টি-শার্ট, তার ওপর ফুলস্লিভ হুডি বা পাতলা সোয়েটার, বাইরে প্রয়োজন হলে জিন্স জ্যাকেট বা কভারআপ- দৈনন্দিন ব্যবহারে আরাম এবং উষ্ণতা দুটিই নিশ্চিত করে। আজকের তরুণরা শুধু উষ্ণতা নয়, আরাম, ফ্যাশন ও ব্যবহারিকতার সমন্বয় খুঁজছেন। এই প্রত্যাশা পূরণে হুডি টি-শার্টসহ হালকা শীতের পোশাক দেশীয় ফ্যাশনের জগতে এক ধরনের নতুন ধারা সৃষ্টি করেছে। ফ্যাশন হাউসগুলোও ক্রেতাদের রুচি, আরাম এবং বাজেটের কথা বিবেচনা করে মানসম্মত পোশাক সরবরাহ করছে। ফলে হুডি টি-শার্ট হয়ে উঠেছে হালকা শীতের সবচেয়ে বহুমুখী এবং জনপ্রিয় পোশাক।
যেখানে পাবেন
দেশীয় প্রায় সব ফ্যাশন হাউসেই এসব পোশাক পেয়ে যাবেন। এগুলোর মধ্যে ইজি, প্লাস পয়েন্ট, এক্সট্যাসি, ক্যাটস আই, ইয়েলো, ওয়েসটেক্স অন্যতম। ফ্যাশন হাউসগুলোর পাশাপাশি নিউমার্কেট, বঙ্গবাজারসহ নগরীর অভিজাত শপিংমলগুলোতেও হুডি পাবেন।
লেখা : সাদিয়া সারা