কখনো কি ভেবে দেখেছেন! সেলেব্রিটিরা কীভাবে সবসময় নিখুঁত, ভিতর থেকে আলোকিত ও উজ্জ্বল থাকেন? উত্তরটি হয়েতো অনেকেরই অজানা। তবে জেনে রাখুন- এর রহস্য লুকিয়ে আছে ‘স্ট্রোব ক্রিম’-এ। আসুন জেনে নিই- সেলেব্রিটিদের মতো সেই দ্যুতিময় আভা পাওয়ার জন্য ‘স্ট্রোব ক্রিম’ কী এবং কীভাবে ব্যবহার করবেন...
‘স্ট্রোব ক্রিম’ কী?
‘স্ট্রোব ক্রিম’ হলো এক ধরনের উজ্জ্বলতা প্রদানকারী ময়েশ্চারাইজার; যা আপনার ত্বকে দীপ্তিময় ও আলোকিত আভা নিয়ে আসতে সাহায্য করে। উজ্জ্বলতা প্রদানকারী এই মিশ্রণটি ইরিডিসেন্ট কণা সমৃদ্ধ- যা আলো শোষণ করে এবং আপনার ত্বকে এক স্বর্গীয় আভা এনে দেয়।
‘স্ট্রোব ক্রিম’ কী কাজ করে?
♦ উজ্জ্বলতা বাড়ায় : এতে থারা ইরিডিসেন্ট (বিভিন্ন কোণ থেকে দেখলে রং পরিবর্তন হয় এমন) কণা থাকে যা আলো প্রতিফলিত করে। ফলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল দেখায়; যা কোনো গ্লিটার বা শিমারের মতো চকচকে দেখায় না বরং প্রাকৃতিক দ্যুতি দেয়।
♦ আর্দ্রতা জোগায় : অনেক ‘স্ট্রোব ক্রিম’-এ ময়েশ্চারাইজিং উপাদান যেমন হায়ালুরোনিক অ্যাসিড, শিয়া বাটার, ভিটামিন ইত্যাদি থাকে যা ত্বককে হাইড্রেটেড রাখে এবং মসৃণ অনুভব করায়।
♦ ত্বকের উজ্জ্বলতা উন্নত করে : এটি নিস্তেজ ত্বককে সতেজ ও প্রাণবন্ত দেখাতে সাহায্য করে।
‘স্ট্রোব ক্রিম’-এর ব্যবহার
‘স্ট্রোব ক্রিম’ এমন একটি বহুমুখী বিউটি প্রোডাক্ট যা ত্বককে তাৎক্ষণিক উজ্জ্বলতা দেয় এবং প্রাকৃতিক দীপ্তি বাড়াতে সাহায্য করে। এটি মূলত মুখের উঁচু অংশগুলোয় যেমন- গাল, ভ্রুর হাড়, নাকের সেতু এবং কিউপিডের বো-তে মটর দানার আকারের পরিমাণ স্ট্রোব ক্রিম ড্যাব করুন। হাতের আঙুল, মেকআপ স্পঞ্জ বা ব্রাশ দিয়ে আলতো করে মিশিয়ে দিন।
তবে কীভাবে ব্যবহার করবেন
স্ট্রোব ক্রিম বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে, যা আপনার কাক্সিক্ষত মেকআপ লুকের ওপর নির্ভর করে-
১. ময়েশ্চারাইজার হিসেবে : মেকআপের আগে সরাসরি পরিষ্কার ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং মেকআপের জন্য একটি উজ্জ্বল ভিত্তি তৈরি করে।
২. প্রাইমার হিসেবে : ফাউন্ডেশন লাগানোর আগে প্রাইমার হিসেবে ব্যবহার করা হয়। এটি মেকআপকে দীর্ঘস্থায়ী করে এবং ত্বকে একটি উজ্জ্বল ফিনিশ দেয়।
৩. ফাউন্ডেশনের সঙ্গে মিশিয়ে : যদি পুরো মুখে একটি ডিউই এবং আলোকিত লুক চান, তাহলে ফাউন্ডেশন বা টিন্টেড ময়েশ্চারাইজারের সঙ্গে অল্প পরিমাণে স্ট্রোব ক্রিম মিশিয়ে মুখে ভালোভাবে লাগাতে পারেন।
৪. লিকুইড হাইলাইটার হিসেবে : মেকআপ শেষ করার পর এটি হাইলাইটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। মুখের উঁচু অংশগুলোতে (যেমন- গালের হাড়, ভ্রুর হাড়, নাকের সেতু এবং ঠোঁটের ওপরের বক্ররেখা বা কিউপিডের বো) আলতো করে ড্যাব করে ব্লেন্ড করলে একটি ঝলমলে আভা পাওয়া যায়।
৫. একাকী ব্যবহার : মেকআপ না করলেও কেবল ত্বককে সতেজ ও উজ্জ্বল দেখাতে আপনি এটি একা ব্যবহার করতে পারেন।
‘স্ট্রোব ক্রিম’ যে কোনো বিউটি মেকআপ (কিট)-এর একটি অপরিহার্য পণ্য, যা সারাদিন স্থায়ী একটি উজ্জ্বল দ্যুতির প্রতিশ্রুতি দেয়। সেই অন্য জগতের উজ্জ্বলতার সঙ্গে শিয়া বাটার এবং হায়ালুরোনিক অ্যাসিড-এর প্রাকৃতিক অথচ তীব্র হাইড্রেশনও থাকে। এই টিপস ও ট্রিকসগুলো দিয়ে, সেলেব্রিটিদের মতো সেই উজ্জ্বলতা ফুটিয়ে তুলতে প্রস্তুত তো! যেখানেই যাবেন সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করবেন। মনে রাখবেন, স্ট্রোব ক্রিম সবসময় ছড়াবে উজ্জ্বলতা এবং পাবেন দীপ্তিময় ত্বক।
তথ্যসূত্র : ভোগ ম্যাগাজিন