বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

রামসাগর উদ্যান

রামসাগর উদ্যান

রামসাগর জাতীয় উদ্যান দিনাজপুর জেলার আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামে অবস্থিত একটি জাতীয় উদ্যান। এটি দিনাজপুর সদর থেকে ৮ কিলোমিটার দূরে রামসাগর দিঘিকে ঘিরে অবস্থিত। ১৯৬০ সালে রামসাগর বাংলাদেশের বন বিভাগের তত্ত্বাবধানে আনা হয়। ১৯৯৫-৯৬ সালে রামসাগরকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় এবং ২০০১ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল একে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠা করা হয়। রামসাগর উদ্যানের প্রধান আকর্ষণ হলো বিশাল রামসাগর দিঘি।

তটভূমিসহ রামসাগরের আয়তন ৪,৩৭,৪৯২ মিটার, দৈর্ঘ্য ১,০৩১ মিটার ও প্রস্থ ৩৬৪ মিটার। গভীরতা গড়ে প্রায় ১০ মিটার। পাড়ের উচ্চতা ১৩.৫ মিটার। এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা। এ জাতীয় উদ্যানে রয়েছে ৭টি পিকনিক কর্নার। এ ছাড়াও আছে একটি শিশুপার্ক। এ ছাড়া সেখানে আছে কিছু হরিণ।

 

 

সর্বশেষ খবর