রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

মাইকেল [১২ বছর]

মাইকেল [১২ বছর]

অস্ট্রেলিয়ার হোয়েটবেল্ট অঞ্চল। ছোট শহর বনি রক। ছিমছাম এই শহরে মানববসতি খুবই কম। অস্ট্রেলিয়ার যে কয়টি এলাকায় জরুরি বিপদকালীন সেবা পৌঁছানোর ক্ষেত্রে পিছিয়ে আছে তার একটি এটি। জাস্টিন বোওরন হঠাৎ মুখোমুখি হলেন বিপদের। ট্রাক এসে চাপা দিল তাকে। তিনি ছিটকে পড়লেন। আশপাশে ৫০ কিলোমিটার এলাকায় কোনো হাসপাতাল নেই। তিনি রাস্তার ধারে পড়ে কাতরাতে লাগলেন। এখান থেকে সবচেয়ে কাছের হাসপাতালটিতে গিয়েও লাভ নেই। কারণ সেখানে কোনো ডাক্তার ছিলেন না। তাকে যেতে হবে প্রায় ২০০ কিলোমিটার দূরের আধুনিক হাসপাতালে। তাহলে হয়তো প্রাণে বেঁচে উঠতে পারেন তিনি। যখন কোনো সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন তখন তার পাশে এসে দাঁড়াল ১২ বছর বয়সী তার সন্তান মাইকেল। মাইকেল নিজেও খানিকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। সে কনুইয়ে ভর করে আস্তে আস্তে নিজেকে সামলানোর চেষ্টা করছে। ট্রাক রেডিওর কাছে গিয়ে পৌঁছুল সে। দুর্ঘটনায় রেডিওটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে তার বাবা জাস্টিনের অবস্থা সুবিধার নয়। তবুও তিনি তার ছেলেকে ডেকে বিপদ থেকে উদ্ধার ও সাহায্য পাওয়ার জন্য নির্দেশনা দিতে লাগলেন। ট্রাক থেকে ছেলেটি বাবার কথামতো ব্যাটারি খুলে আনল। গাড়ির বনেট খুলে উত্তপ্ত তার জোগাড় করল। তার দিয়ে ব্যাটারি জুড়ে দিয়ে রেডিওটি চালু করার চেষ্টা চালিয়ে যেতে লাগল মাইকেল। একই সঙ্গে ট্রাকটির স্টার্ট নেওয়ারও প্রচেষ্টা সে চালাচ্ছে বাবার কথামতো। এক সময় ভাগ্য সহায় হলো। হুট করে ঘড়ঘড় করে রেডিওটি চালু হয়ে গেল। বিপদকালীন সেবার জন্য বেতারবার্তা পাঠানোর যন্ত্রটি প্রাণ ফিরে পেল। মাইকেল দুর্ঘটনা ও তার বাবার জন্য জরুরি চিকিৎসাসেবা চেয়ে যোগাযোগ করল। এই সাহসী বালকের প্রচেষ্টায় অ্যাম্বুলেন্স এসে প্রাণে বাঁচায় বাবাকে।

 

সর্বশেষ খবর