রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

ভিক্টর ফ্লোরেস [৯ বছর]

ভিক্টর ফ্লোরেস [৯ বছর]

বরফের নিচে ঢাকা গহবরগুলো পৃথিবীর ভয়ানক মৃত্যুফাঁদ বলেই পরিচিত। এসব গহববর শুভ্র বরফে আচ্ছাদিত থাকে বলেই আগে থেকে সতর্ক হওয়া খুব কঠিন। এখানে পড়া মাত্রই শীতলতা জেঁকে ধরবে। আইস বাইট হবে, শ্বাস প্রশ্বাস ও রক্তসঞ্চালন বাধাগ্রস্ত হবে। শুধু এসব কারণেই বরফের কুয়ায় পড়ে গেলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীরাই কেবল পারে বিপদগ্রস্তের প্রাণ বাঁচাতে। এ ধরনের বিপদে পড়া লোককে বাঁচানোর ঘটনা খুবই বিরল। সে কাজটা যদি কোনো অল্পবয়সী বালক করে তবে তাকে হিরো মানতেই হবে। ২০০৯ সালের ঘটনা। ডিসেম্বর মাস। ৯ বছর বয়সী ভিক্টর ফ্লোরেস তার দাদার জমিতে খেলা করছিল তার বন্ধু এইডেনের সঙ্গে। বরফের চাঁই ছিল পাশেই। ভিক্টর তার বন্ধু এইডেনকে বার বার সতর্ক করছিল সেখানে যেন খেলা না করে। কিন্তু সেভেন গ্রেডে পড়ুয়া শিক্ষার্থী সেদিকে নজর দিতে নারাজ। ছোট পুকুরটি বরফে ঢাকা থাকায় বিপদ আগে থেকে টের পায়নি এইডেন। সেখানে খেলা করতে গিয়ে বরফ ভেঙে নিচে পড়ে যায় সে। ওপরে বরফ, নিচে ঠাণ্ডায় গা জমিয়ে দেওয়া পানি। সেখানে ডুবে মরতে চলেছে এইডেন। তাকে বাঁচাবে আর কেউ পাশেও ছিল না। ভিক্টর নানাভাবে চেষ্টা করেও এইডেনকে জলে সাহায্য করতে পারছিল না। ৯ বছর বয়সী বালকটি সাঁতরে একপাশে এসে একটি লম্বা পোল (দণ্ড) বাড়িয়ে দেয় তার দিকে। এইডেন পোলটি ধরে থাকে। পরে তাকে টেনে পাড়ে তোলে খুদে নায়ক ভিক্টর।

 

সর্বশেষ খবর