নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণের বাকি আর মাত্র দুই দিন। শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয় করতে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। চাচ্ছেন ভোট এবং ভোটারদের প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে প্রধান দুই মেয়র প্রার্থীর প্রচার-প্রচারণায় মোটেই সন্তুষ্ট নন ভোটাররা। তারা বলছেন, ভোট চাইতে এসে তো ভোটারদের মন জয়ের প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিতেই ব্যস্ত সময় পার করছেন এই দুই প্রার্থী। কয়েক দিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তবে মূল লড়াইটা হবে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের মধ্যে। এই দুই প্রার্থীর প্রচার-প্রচারণা নিয়ে সাধারণ ভোটাররা বলছেন, এটা ঠিক, জয়ী এই দুই প্রার্থীর মধ্যেই একজন হবেন। তবে এবার নির্বাচনে বিভিন্ন পথসভা ও গণসংযোগকালে তাদের দেওয়া বক্তব্যে নগরীর উন্নয়ন নিয়ে তেমন কোনো কথা শোনা যাচ্ছে না। বিজয়ী হলে তারা কী কাজ করবেন, সেসব বলার চেয়ে একে অপরের বিরুদ্ধে নানা ধরনের পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত রয়েছেন তারা। ২৮ ডিসেম্বর নাসিক ভোটে প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেও নারায়ণগঞ্জ-৪ আসনের একই দলের সংসদ সদস্য শামীম ওসমানকে টার্গেট করে অভিযোগের পসরা সাজান সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত তৈমূর আলম খন্দকারকেও শামীম ওসমানের প্রার্থী হিসেবে অভিযোগ করেন তিনি। অন্যদিকে তৈমূর আলম খন্দকারও বক্তব্য দিয়ে ভোটারদের সন্তুষ্ট করতে পারেননি। বক্তব্যে আইভী ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতেই ব্যস্ত ছিলেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ১২ নম্বর ওয়ার্ডের ভোটার সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সিদ্দিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধান দুই প্রার্থীর বক্তব্যে আমরা যা আশা করেছিলাম, তা পাইনি। আমাদের দরকার উন্নয়ন। সেখানে দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ-অনুযোগে ব্যস্ত। এটা আমরা আশা করিনি। জানতে চাইলে ১৩ নম্বর ওয়ার্ডের ভোটার ফাস্টফুড ব্যবসায়ী নাজমুল আলম প্রিন্স বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগরীর একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রার্থীদের বক্তব্যে নগরীর উন্নয়নে কে কী করবেন, সে বিষয়ে বক্তব্য আশা করি। তবে প্রধান দুই মেয়র প্রার্থীর বক্তব্য হতাশাজনক। তারা শুধু পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
ভোটারদের অসন্তোষ
প্রতিশ্রুতির চেয়ে অভিযোগ বেশি
আরাফাত মুন্না, নারায়ণগঞ্জ থেকে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর