নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণের বাকি আর মাত্র দুই দিন। শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয় করতে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। চাচ্ছেন ভোট এবং ভোটারদের প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে প্রধান দুই মেয়র প্রার্থীর প্রচার-প্রচারণায় মোটেই সন্তুষ্ট নন ভোটাররা। তারা বলছেন, ভোট চাইতে এসে তো ভোটারদের মন জয়ের প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিতেই ব্যস্ত সময় পার করছেন এই দুই প্রার্থী। কয়েক দিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তবে মূল লড়াইটা হবে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের মধ্যে। এই দুই প্রার্থীর প্রচার-প্রচারণা নিয়ে সাধারণ ভোটাররা বলছেন, এটা ঠিক, জয়ী এই দুই প্রার্থীর মধ্যেই একজন হবেন। তবে এবার নির্বাচনে বিভিন্ন পথসভা ও গণসংযোগকালে তাদের দেওয়া বক্তব্যে নগরীর উন্নয়ন নিয়ে তেমন কোনো কথা শোনা যাচ্ছে না। বিজয়ী হলে তারা কী কাজ করবেন, সেসব বলার চেয়ে একে অপরের বিরুদ্ধে নানা ধরনের পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত রয়েছেন তারা। ২৮ ডিসেম্বর নাসিক ভোটে প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেও নারায়ণগঞ্জ-৪ আসনের একই দলের সংসদ সদস্য শামীম ওসমানকে টার্গেট করে অভিযোগের পসরা সাজান সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত তৈমূর আলম খন্দকারকেও শামীম ওসমানের প্রার্থী হিসেবে অভিযোগ করেন তিনি। অন্যদিকে তৈমূর আলম খন্দকারও বক্তব্য দিয়ে ভোটারদের সন্তুষ্ট করতে পারেননি। বক্তব্যে আইভী ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতেই ব্যস্ত ছিলেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ১২ নম্বর ওয়ার্ডের ভোটার সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সিদ্দিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধান দুই প্রার্থীর বক্তব্যে আমরা যা আশা করেছিলাম, তা পাইনি। আমাদের দরকার উন্নয়ন। সেখানে দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ-অনুযোগে ব্যস্ত। এটা আমরা আশা করিনি। জানতে চাইলে ১৩ নম্বর ওয়ার্ডের ভোটার ফাস্টফুড ব্যবসায়ী নাজমুল আলম প্রিন্স বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগরীর একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রার্থীদের বক্তব্যে নগরীর উন্নয়নে কে কী করবেন, সে বিষয়ে বক্তব্য আশা করি। তবে প্রধান দুই মেয়র প্রার্থীর বক্তব্য হতাশাজনক। তারা শুধু পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
ভোটারদের অসন্তোষ
প্রতিশ্রুতির চেয়ে অভিযোগ বেশি
আরাফাত মুন্না, নারায়ণগঞ্জ থেকে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর