নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণের বাকি আর মাত্র দুই দিন। শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয় করতে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। চাচ্ছেন ভোট এবং ভোটারদের প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে প্রধান দুই মেয়র প্রার্থীর প্রচার-প্রচারণায় মোটেই সন্তুষ্ট নন ভোটাররা। তারা বলছেন, ভোট চাইতে এসে তো ভোটারদের মন জয়ের প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিতেই ব্যস্ত সময় পার করছেন এই দুই প্রার্থী। কয়েক দিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তবে মূল লড়াইটা হবে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের মধ্যে। এই দুই প্রার্থীর প্রচার-প্রচারণা নিয়ে সাধারণ ভোটাররা বলছেন, এটা ঠিক, জয়ী এই দুই প্রার্থীর মধ্যেই একজন হবেন। তবে এবার নির্বাচনে বিভিন্ন পথসভা ও গণসংযোগকালে তাদের দেওয়া বক্তব্যে নগরীর উন্নয়ন নিয়ে তেমন কোনো কথা শোনা যাচ্ছে না। বিজয়ী হলে তারা কী কাজ করবেন, সেসব বলার চেয়ে একে অপরের বিরুদ্ধে নানা ধরনের পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত রয়েছেন তারা। ২৮ ডিসেম্বর নাসিক ভোটে প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেও নারায়ণগঞ্জ-৪ আসনের একই দলের সংসদ সদস্য শামীম ওসমানকে টার্গেট করে অভিযোগের পসরা সাজান সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত তৈমূর আলম খন্দকারকেও শামীম ওসমানের প্রার্থী হিসেবে অভিযোগ করেন তিনি। অন্যদিকে তৈমূর আলম খন্দকারও বক্তব্য দিয়ে ভোটারদের সন্তুষ্ট করতে পারেননি। বক্তব্যে আইভী ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতেই ব্যস্ত ছিলেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ১২ নম্বর ওয়ার্ডের ভোটার সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সিদ্দিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধান দুই প্রার্থীর বক্তব্যে আমরা যা আশা করেছিলাম, তা পাইনি। আমাদের দরকার উন্নয়ন। সেখানে দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ-অনুযোগে ব্যস্ত। এটা আমরা আশা করিনি। জানতে চাইলে ১৩ নম্বর ওয়ার্ডের ভোটার ফাস্টফুড ব্যবসায়ী নাজমুল আলম প্রিন্স বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগরীর একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রার্থীদের বক্তব্যে নগরীর উন্নয়নে কে কী করবেন, সে বিষয়ে বক্তব্য আশা করি। তবে প্রধান দুই মেয়র প্রার্থীর বক্তব্য হতাশাজনক। তারা শুধু পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী