নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণের বাকি আর মাত্র দুই দিন। শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয় করতে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। চাচ্ছেন ভোট এবং ভোটারদের প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে প্রধান দুই মেয়র প্রার্থীর প্রচার-প্রচারণায় মোটেই সন্তুষ্ট নন ভোটাররা। তারা বলছেন, ভোট চাইতে এসে তো ভোটারদের মন জয়ের প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিতেই ব্যস্ত সময় পার করছেন এই দুই প্রার্থী। কয়েক দিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তবে মূল লড়াইটা হবে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের মধ্যে। এই দুই প্রার্থীর প্রচার-প্রচারণা নিয়ে সাধারণ ভোটাররা বলছেন, এটা ঠিক, জয়ী এই দুই প্রার্থীর মধ্যেই একজন হবেন। তবে এবার নির্বাচনে বিভিন্ন পথসভা ও গণসংযোগকালে তাদের দেওয়া বক্তব্যে নগরীর উন্নয়ন নিয়ে তেমন কোনো কথা শোনা যাচ্ছে না। বিজয়ী হলে তারা কী কাজ করবেন, সেসব বলার চেয়ে একে অপরের বিরুদ্ধে নানা ধরনের পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত রয়েছেন তারা। ২৮ ডিসেম্বর নাসিক ভোটে প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেও নারায়ণগঞ্জ-৪ আসনের একই দলের সংসদ সদস্য শামীম ওসমানকে টার্গেট করে অভিযোগের পসরা সাজান সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত তৈমূর আলম খন্দকারকেও শামীম ওসমানের প্রার্থী হিসেবে অভিযোগ করেন তিনি। অন্যদিকে তৈমূর আলম খন্দকারও বক্তব্য দিয়ে ভোটারদের সন্তুষ্ট করতে পারেননি। বক্তব্যে আইভী ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতেই ব্যস্ত ছিলেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ১২ নম্বর ওয়ার্ডের ভোটার সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সিদ্দিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধান দুই প্রার্থীর বক্তব্যে আমরা যা আশা করেছিলাম, তা পাইনি। আমাদের দরকার উন্নয়ন। সেখানে দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ-অনুযোগে ব্যস্ত। এটা আমরা আশা করিনি। জানতে চাইলে ১৩ নম্বর ওয়ার্ডের ভোটার ফাস্টফুড ব্যবসায়ী নাজমুল আলম প্রিন্স বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগরীর একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রার্থীদের বক্তব্যে নগরীর উন্নয়নে কে কী করবেন, সে বিষয়ে বক্তব্য আশা করি। তবে প্রধান দুই মেয়র প্রার্থীর বক্তব্য হতাশাজনক। তারা শুধু পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন।
শিরোনাম
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
ভোটারদের অসন্তোষ
প্রতিশ্রুতির চেয়ে অভিযোগ বেশি
আরাফাত মুন্না, নারায়ণগঞ্জ থেকে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর