নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণের বাকি আর মাত্র দুই দিন। শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয় করতে পাড়া-মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। চাচ্ছেন ভোট এবং ভোটারদের প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে প্রধান দুই মেয়র প্রার্থীর প্রচার-প্রচারণায় মোটেই সন্তুষ্ট নন ভোটাররা। তারা বলছেন, ভোট চাইতে এসে তো ভোটারদের মন জয়ের প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিতেই ব্যস্ত সময় পার করছেন এই দুই প্রার্থী। কয়েক দিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তবে মূল লড়াইটা হবে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের মধ্যে। এই দুই প্রার্থীর প্রচার-প্রচারণা নিয়ে সাধারণ ভোটাররা বলছেন, এটা ঠিক, জয়ী এই দুই প্রার্থীর মধ্যেই একজন হবেন। তবে এবার নির্বাচনে বিভিন্ন পথসভা ও গণসংযোগকালে তাদের দেওয়া বক্তব্যে নগরীর উন্নয়ন নিয়ে তেমন কোনো কথা শোনা যাচ্ছে না। বিজয়ী হলে তারা কী কাজ করবেন, সেসব বলার চেয়ে একে অপরের বিরুদ্ধে নানা ধরনের পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত রয়েছেন তারা। ২৮ ডিসেম্বর নাসিক ভোটে প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেও নারায়ণগঞ্জ-৪ আসনের একই দলের সংসদ সদস্য শামীম ওসমানকে টার্গেট করে অভিযোগের পসরা সাজান সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত তৈমূর আলম খন্দকারকেও শামীম ওসমানের প্রার্থী হিসেবে অভিযোগ করেন তিনি। অন্যদিকে তৈমূর আলম খন্দকারও বক্তব্য দিয়ে ভোটারদের সন্তুষ্ট করতে পারেননি। বক্তব্যে আইভী ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতেই ব্যস্ত ছিলেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ১২ নম্বর ওয়ার্ডের ভোটার সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সিদ্দিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধান দুই প্রার্থীর বক্তব্যে আমরা যা আশা করেছিলাম, তা পাইনি। আমাদের দরকার উন্নয়ন। সেখানে দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ-অনুযোগে ব্যস্ত। এটা আমরা আশা করিনি। জানতে চাইলে ১৩ নম্বর ওয়ার্ডের ভোটার ফাস্টফুড ব্যবসায়ী নাজমুল আলম প্রিন্স বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নগরীর একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রার্থীদের বক্তব্যে নগরীর উন্নয়নে কে কী করবেন, সে বিষয়ে বক্তব্য আশা করি। তবে প্রধান দুই মেয়র প্রার্থীর বক্তব্য হতাশাজনক। তারা শুধু পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
ভোটারদের অসন্তোষ
প্রতিশ্রুতির চেয়ে অভিযোগ বেশি
আরাফাত মুন্না, নারায়ণগঞ্জ থেকে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর