শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা
নারী লিগেও ক্যারিশমা

গোলের সেঞ্চুরিতে বসুন্ধরার সাবিনা

ক্রীড়া প্রতিবেদক

গোলের সেঞ্চুরিতে বসুন্ধরার সাবিনা

নারী ফুটবল লিগে দাপটের স্বাক্ষর রাখছে বসুন্ধরা কিংস। টানা দুবার চ্যাম্পিয়ন হয়ে এখন হ্যাটট্রিকের অপেক্ষায় রয়েছে। অনেক নারী ফুটবলার আক্ষেপের সুরে বলেন, আমাদের অবহেলার চোখেই দেখা হচ্ছিল। বসুন্ধরাই স্বস্তি এনে দিয়েছে। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হওয়ার পরই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল কেসির চেয়ারম্যান সায়েম সোবহানই প্রথম তাদের সংবর্ধনা দিয়ে আর্থিক পুরস্কার তুলে দেন। এতে উচ্ছ্বসিত মেয়েরা। যা অন্য ক্লাব পারেনি তা বসুন্ধরাই করে দেখিয়েছে।

বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন এক মাইলফলক গড়েন। ২০২১ সালের ২০ জুন লিগে ১০০ গোল করার রেকর্ড গড়েন। সেঞ্চুরির রেকর্ড অবশ্য শুধু বসুন্ধরায়। পুরুষদের লিগে সালাম মুর্শেদী সর্বোচ্চ ২৭ গোল করলেও সাবিনা করেছেন ৩৫টি। বসুন্ধরার জার্সিতেই স্বপ্ন পূরণ হয় সাবিনার।

সর্বশেষ খবর