সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে রংপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রেসক্লাব প্রাঙ্গনে জমায়েত হতে থাকে। এ সময় তারা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণের নিন্দা ও সরকারের সমালোচনা জানিয়ে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের আন্দোলনে অভিভাবকরা যোগ দেন।
এরপর বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে বের হয়ে জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সিটি বাজার, কাচারী বাজার, বঙ্গবন্ধু ম্যুরাল, চেকপোস্ট, মেডিকেল মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/এমআই