বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ সোমবার (৫ আগস্ট) চলছে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিন। তবে সকাল থেকেই ফাঁকা দেখা গেছে রাজধানীর প্রধান সড়কগুলো।
সোমবার সকাল থেকে রাস্তায় গণপরিবহন দেখা যায়নি। তবে রাস্তায় রিকশা, মোটরযুক্ত রিকশা আর ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। এসবে করেই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন মানুষজন।
রাজধানীর কারওয়ান বাজার, বাংলামটর, প্রেস ক্লাব, পল্টন, গুলিস্তান, কমলাপুর, মতিঝিল ও ওয়ারী ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এছাড়া উত্তরা ও বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়ক, মোহাম্মদপুর, গাবতলী, আসাদ গেট, ফার্মগেট, তেজগাঁও এলাকায় দেখা গেছে একই চিত্র। প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছেন কম। রাস্তায় নেই গণপরিবহণ।
এছাড়া এসব এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।
তবে রাজধানীর বিভিন্ন সড়কে মানুষ ও গণপরিবহণ কম থাকলেও বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে প্রশাসনকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন