চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন চায় বৈষম্যবিরোধী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সমিতি। রবিবার সকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগে সামনে সমাবেশে বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মো. নাছির হোসেন সোহেল, সদস্য সচিব জোবায়ের মাহমুদসহ সারাদেশের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সমিতির দাবিগুলো হলো চাকরি শতভাগ রাজস্ব খাতে স্থানান্তর, দ্রুত পদোন্নতি ও সরাসরি ইউপি সচিব নিয়োগ বন্ধ, সামঞ্জসপূর্ণ বেতন গ্রেডে উন্নতিকরণ (১৩ গ্রেড)। তারা আরো বলেন, এ দাবিগুলো যথাযথ বাস্তবায়নে আগামী ৩০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে বৈষম্যবিরোধী ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সমিতি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
আন্দোলকারীরা দাবি করেন, সরকারের তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ইউনিট হিসেবে ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগণকে যাবতীয় নাগরিক সেবা প্রদানসহ উন্নয়নমূলক কাজ করে আসছে। গত দুই যুগ ধরে রাজনীতিবিদদের স্থানীয় সরকার সম্পর্কিত বিরূপ মনোভাব ও কেন্দ্রীয় সরকারের একক নেতৃত্বের কারণে প্রতিষ্ঠানটি আদৌ সেভাবে গতিশীল হতে পারেনি। ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ অন্যনো কর্মীদের বেতন-ভাতা সময়মত প্রদানের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়।