রাজধানীর এলিফ্যান্ট রোডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফুয়াদ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বাবার নাম বিল্লাল মৃধা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম