বাংলাদেশ প্রতিদিনে ১৬ সেপ্টেম্বর, ২০২৪-এ প্রকাশিত ‘দুঃখ প্রকাশ’ শীর্ষক বক্তব্যের একটি অংশের আপত্তি জানিয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। প্রকাশিত একটি তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলা হয়েছে, অসমর্থিত বা যাচাইবাছাই ছাড়া কোনো তথ্য-উপাত্ত পরিবেশন করা সমীচীন নয়। ভাবমূর্তি বিনষ্ট করে এমন তথ্য বা বক্তব্য পরিবেশনের ক্ষেত্রে সতর্ক ও সাবধানতা অবলম্বন করা আবশ্যক বলে আমরাও মনে করি। তথাপি আলোচ্য বক্তব্যে ডিজিএফআইয়ের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের নাম এসেছে, যা সম্পূর্ণ অনাকাক্সিক্ষত। প্রকাশিত বক্তব্যে এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য উপস্থাপনের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
- ভারপ্রাপ্ত সম্পাদক