সিলেট মহানগরের মিরের ময়দান এলাকার দুটি আবাসিক হোটেলের বিরুদ্ধে মালপত্র আটকে রেখে হয়রানির অভিযোগ করেছেন বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকার আলী নুর মোহাম্মদ স্যামুয়েল। তিনি যুক্তরাজ্য প্রবাসী ও একটি সফটওয়্যার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গতকাল দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে অভিযোগগুলো তুলে ধরেন তিনি। অভিযুক্ত দুটি হোটেল হলো- ফার্মিস গার্ডেন ও জিরান গেস্ট হাউস। ওই প্রবাসীর অভিযোগ, হোটেলে আটকে রাখা মালপত্র উদ্ধারে পুলিশের ধারস্থ হয়েও তিনি কোনো সহযোগিতা পাননি।