বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী আক্তার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারের পরদিনই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ সাদাত আলমাস কবীর জামিনে মুক্ত হয়েছেন। গতকাল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তার জামিন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় যাচাই-বাছাই শেষে আদালতের হাজতখানা থেকে তিনি মুক্তি পান। এর আগে তাকে আদালতে উপস্থিত করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাইনুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
অপর দিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানিতে তার আইনজীবী বলেন, ঘটনার সময় তিনি বিদেশে ছিলেন। বিদেশের প্রয়োজনীয় কাগজ আদালতকে দেখান আলমাসের আইনজীবী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে সোমবার দিনগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।