জনকল্যাণমূলক সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বদলি আদেশ পাওয়া কিছু কর্মচারী অফিস বন্ধের মতো অনাকাঙ্ক্ষিত পন্থা অবলম্বন করছেন। তাঁরা আঞ্জুমানের প্রধান অফিসে ঢুকতে কর্মচারীদের বাধা দিচ্ছেন। মিথ্যা তথ্য দিয়েও মানুষকে বিভ্রান্ত করছেন। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব দাবি করেছেন আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি এম আর ওসমানী।
এতে বলা হয়, ১৯০৫ সালে প্রতিষ্ঠিত এ জনকল্যাণমূলক সংস্থা যুগ যুগ ধরে সমাজের দুস্থ এবং দরিদ্র মানুষের পাশে থেকে মানবসেবায় নিয়োজিত। ঢাকার নাগরিকদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও বেওয়ারিশ লাশ দাফন ছাড়াও বিভিন্ন জনহিতকর কাজ করছে সংস্থাটি। ঢাকা ছাড়াও দেশের ৩২ জেলা শাখায় আঞ্জুমানের সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু সম্প্রতি কিছু অসৎ ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাে র সম্মুখীন হয়েছে এ জনকল্যাণমূলক সংস্থা; যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা।
এতে আরও বলা হয়, গত মাসে আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মচারীরা বেতন কাঠামোর সংশোধনসহ অন্য কিছু দাবি উত্থাপন করেন। প্রথমে আঞ্জুমানের নির্বাহী কমিটির কাছে বিষয়টি উত্থাপিত হয়। পরে পরিচালনা কর্তৃপক্ষ কর্মচারীদের দাবিও মেনে নেয়। কিন্তু সম্প্রতি চারজন কর্মচারীর পোস্টিং অর্ডার কেন্দ্র করে অপ্রত্যাশিতভাবে তাঁরা পুনরায় আন্দোলন শুরু করেন। অথচ এ পোস্টিং একটি নিয়মিত প্রক্রিয়া। এ পোস্টিং কেন্দ্র করে অনৈতিকভাবে কিছু কর্মচারী আন্দোলন করছেন। একইসঙ্গে তাঁরা বেআইনি ও অনৈতিকভাবে আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাষ্টি ও সহসভাপতি আজিম বক্সের পদত্যাগ দাবি করে আঞ্জুমান মুফিদুল ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন; যার কোনো ন্যূনতম কারণ নেই। কতিপয় কর্মচারী আঞ্জুমান মুফিদুল ইসলামের সুনাম নষ্ট করার অসৎ উদ্দেশ্যে এটি করছেন। বেআইনি এ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।