গৌরনদীতে চাঁদার দাবিতে পিটিয়ে এবং উজিরপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবককে হত্যা করা হয়েছে। বরিশালের গৌরনদীতে লাখ টাকা চাঁদার দাবিতে ঢাকার প্লাস্টিক কারখানার এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবক মারা গেছেন বলে গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। নিহত রাশেদ সিকদার (২৪) বার্থী ইউনিয়নের বড় দুলালি গ্রামের কামাল সিকদারের ছেলে।
রাশেদের বাবা কালাম সিকদার বলেন, ছোট ছেলে রাশেদ ঢাকার একটি কারখানায় কাজ করে। একই এলাকার বাসিন্দা বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমিনসহ কয়েকজন বিভিন্ন সময় রাশেদের কাছে টাকা দাবি করত। শুক্রবার সন্ধ্যায় ছেলের জন্য মিষ্টি কিনতে সে বার্থী বাজারে যায়। তখন আল আমিন সরকারসহ ৫-৬ জন এসে রাশেদের কাছে ১ লাখ টাকা চাঁদা এনেছে কিনা জানতে চায়। রাশেদ টাকা দিতে অস্বীকার করায় তারা এলোপাতারি রাশেদকে বেধড়ক মারধর করে। অন্যদিকে উজিরপুরে চুরি করতে গিয়ে ধরা পড়া এক যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ জানিয়েছেন। নিহত যুবক সুমন (৩০) বাহেরঘাট এলাকার নগেন হালদারের ছেলে।