নারী নির্যাতন বন্ধ, সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বেশকিছু দাবিতে ভাঙ্গায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
শনিবার (২৪ আগষ্ট) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালত চত্বরে এ মানববন্ধন চলে।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহমুদা হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী একরাম আলী সিকদার, ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য সুভাষ মন্ডল, কলেজ শিক্ষক হেদায়েত হোসেন, সংস্কৃতিকর্মী সাঈদ মাসুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল