বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ভোরে বগুড়া সদরের মাটিডালি ও শিবগঞ্জ উপজেলার দামগড়া কারিগরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা ভিটাপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে আব্দুর রহিম ওরফে রহিম (৩০), লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার মহুবর রহমানের ছেলে মোঃ মনিরুজ্জামান (২৬), ও একই এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী মোছাঃ হাফিজা বেগম (৩২)।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজ হাসান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া জেলার শিবগঞ্জ ও সদর থানায় পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।