ময়মনসিংহের ফুলপুরে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন কেন্দ্রীয় বিএনপির দুই নেতা।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের চানপুর মোড়ে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু এবং ড. এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, কফিল উদ্দিন, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান ও আজহারুল ইসলামসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ হিসেবে প্যাকেটে চাল, ডাল, আলু, পেয়াজ, হলুদ, মুড়ি, ২ লিটার পানির বোতল, ম্যাচ, মোমবাতি ইত্যাদি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল