ছুটছে আমার মাটির ঘোড়া
বনের পথটি ধরে
সিংহ-হাতি বাঘ-গরিলা
দূরে গেলো সরে।
খটখটাখট আওয়াজ শুনে
হরিণ পেলো ডর
রেগে গেলে মাটির ঘোড়া
খুবই ভয়ংকর!
মারলাম চাবুক ঘোড়ার পিঠে
ছুটলো তাড়াতাড়ি
সূর্যমামা ডোবার আগে
ফিরে এলাম বাড়ি।
ছুটছে আমার মাটির ঘোড়া
বনের পথটি ধরে
সিংহ-হাতি বাঘ-গরিলা
দূরে গেলো সরে।
খটখটাখট আওয়াজ শুনে
হরিণ পেলো ডর
রেগে গেলে মাটির ঘোড়া
খুবই ভয়ংকর!
মারলাম চাবুক ঘোড়ার পিঠে
ছুটলো তাড়াতাড়ি
সূর্যমামা ডোবার আগে
ফিরে এলাম বাড়ি।