দুর্নীতি ও ব্যাংক ঋণ লোপাট করে বিদেশে অর্থ পাচার বাংলাদেশের নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতার পর থেকে। অসৎ পথে অর্জিত অর্থের একাংশ দেশে বিলাস বৈভবে ব্যয় করেছে দুর্নীতির বরপুত্ররা। যাদের মধ্যে আছেন অসৎ রাজনীতিক, অসৎ আমলা এবং অসৎ ব্যবসায়ীরা। বিশেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের বছরখানেক আগে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে সন্দেহ করা হয়। বিরোধী দলকে নির্বাচনি প্রতারণার ফাঁদে ফেলতে সরকার তাদের অনুমতি সাপেক্ষে সভা-সমাবেশ মিছিল করার সুযোগ দেয়। সে সব কর্মসূচিতে জনতার ঢল নামায় নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে উৎকণ্ঠিত হয়ে পড়েন সীমাহীন লুটপাট আর দুর্নীতির সঙ্গে জড়িত নোংড়া নর্দমার কীটরা। তারা ঢালাওভাবে তাদের লুণ্ঠিত অর্থ বিদেশে পাচার শুরু করে। আনুষঙ্গিক হিসেবে ওই সময় এক থেকে দেড় লাখ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। পরিণতিতে দেশের অর্থনীতি খাদের কিনারে পতিত হয়। ডলারের দাম এক বছরের মধ্যে ৮৫ টাকা থেকে ১২০ টাকায় দাঁড়ায়। বাংলাদেশের রিজার্ভ ক্রমান্বয়ে কমতে থাকে। বাংলাদেশ থেকে গত চার দশকে বিদেশে যে অর্থ পাচার হয়েছে তা দেশে বিনিয়োগ করা হলে অন্তত ১০ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ হতো। বিপর্যয়ে পড়া দেশের অর্থনীতিতে গতি ফেরাতে সরকার বিভিন্ন সময়ে দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগ নিচ্ছে। অতীতের প্রতিটি সরকার একই ধরনের প্রতিশ্রুতি দিলেও সদিচ্ছার অভাবে শুধু অশ্ব ডিম্ব প্রসবই নিশ্চিত হয়েছে। পাচারকারীদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরতম সম্পর্ক না থাকায় দেশবাসীর বিশ্বাস এ ব্যাপারে উদ্যোগ নিলে সব না হোক সন্তোষজনক পরিমাণের পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব হবে। চীন ইন্দোনেশিয়া এ ব্যাপারে সাফল্য দেখিয়েছে। যে সব দেশে অর্থ পাচার হয়েছে তাদের পক্ষ থেকেও সরকারকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস এ ক্ষেত্রে সব ধরনের উদ্যোগ অব্যবহৃত রাখা হলে সাফল্য অবশ্যই আসবে। সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বদের নিয়ে গড়া অন্তর্বর্তী সরকার এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- বুদ্ধিজীবী কবরস্থানে চীরনিদ্রায় শায়িত হবেন কবি হেলাল হাফিজ
- দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর আহ্বান আসিফ নজরুলের
- ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড
- পতিত স্বৈরশাসক মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের দলীয়করণ করেছিলো: সালাম
- ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ৯৩ মিসাইল ও ২০০ ড্রোন হামলা রাশিয়ার
- কিশোরগঞ্জে চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা
- স্যাটেলাইটে ধরা পড়লো ইরানের নতুন ড্রোন ক্যারিয়ার
- শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
- ফের অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
- টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
- জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত নির্বাচন হবে : আশাবাদ মির্জা ফখরুলের
- অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বাইডেন!
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে অনিশ্চিত এমবাপ্পে
- বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
- সুদানে হাসপাতালে আধা-সামরিক বাহিনীর হামলা, নিহত ৯
- মাহমুদুল্লাহকে প্রশংসায় ভাসালেন মিরাজ
- আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে লোকসভায় যা বললেন জয়শঙ্কর
- প্লাস্টিক কতটা ভয়ঙ্কর, জীবাণু ছড়াচ্ছে অ্যান্টার্কটিকাতেও!
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
পাচারকৃত অর্থ
দেশে ফেরত আনাই বড় চ্যালেঞ্জ
Not defined