এলোপাতাড়ি মামলা করে নিরপরাধ মানুষকে ব্ল্যাকমেলিংয়ের শিকারে পরিণত করছে মতলববাজরা। বিভিন্ন হত্যাকাণ্ডের মামলায় নিহতদের পরিবারকে ব্যবহার করে ঘটনায় জড়িত নয় এমন লোকজনের বিরুদ্ধেও মামলা ফাঁদা হচ্ছে। সাজানো মামলায় দিশাহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। অনেকে ঘুম থেকে উঠে বিভিন্ন মাধ্যমে মামলার শিকার হওয়ার খবরে আতঙ্কিত হয়ে গা-ঢাকা দিতে বাধ্য হচ্ছেন। পতিত সরকারের আমলে গায়েবি মামলায় আসামি করা হতো শত শত এমনকি হাজার হাজার মানুষকে। এখন এলোপাতাড়ি মামলা করে হৃদয়বিদারক নৃশংস নানা ঘটনাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নিরপরাধ মানুষকে মামলায় জড়ানোর অপকৌশলে মূল অপরাধীদের আড়াল করা হচ্ছে কি না বোদ্ধাজনদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর গায়েবি মামলায় হয়রানি, গ্রেপ্তার ও নির্যাতনে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ নির্ধারণে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে রিটের শুনানি হওয়ার কথা। এর বাইরে যাচাইবাছাই না করে মিথ্যা বা ভুয়া মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি না করার অনুরোধ এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অপতৎপরতা যারা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার এবং তাদের পেছনের মূল শক্তি গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের পক্ষ থেকে নিরপরাধ মানুষকে হয়রানির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া সত্ত্বেও বসে নেই মতলববাজরা। এতে সরকার এবং জুলাই অভ্যুত্থানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বৃহত্তর জাতীয় স্বার্থেই এ অপকর্মে জড়িতদের নিরস্ত করতে সরকারকে আরও সক্রিয় হতে হবে।
শিরোনাম
- কিশোরগঞ্জে চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা
- স্যাটেলাইটে ধরা পড়লো ইরানের নতুন ড্রোন ক্যারিয়ার
- শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
- ফের অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
- টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
- জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত নির্বাচন হবে : আশাবাদ মির্জা ফখরুলের
- অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বাইডেন!
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে অনিশ্চিত এমবাপ্পে
- বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
- সুদানে হাসপাতালে আধা-সামরিক বাহিনীর হামলা, নিহত ৯
- মাহমুদুল্লাহকে প্রশংসায় ভাসালেন মিরাজ
- আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে লোকসভায় যা বললেন জয়শঙ্কর
- প্লাস্টিক কতটা ভয়ঙ্কর, জীবাণু ছড়াচ্ছে অ্যান্টার্কটিকাতেও!
- আল্লু জামিন পেতেই ‘বিস্ফোরক’ কঙ্গনা
- রাজধানীতে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেফতার ৫
- আবারও অবসরের ঘোষণা পাকিস্তানি অলরাউন্ডারের
- আ. লীগ গত ১৫ বছর জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম
- দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত প্রোটিয়াদের