‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা দেশের কিছুই রাখেননি। ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছেন। দেশবিরোধী চুক্তি করে অতীতে কেউ রক্ষা পায়নি। শেখ হাসিনাও পাবেন না। শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত। শুধু সময়ের অপেক্ষা। মানুষ রাস্তায় বের হয়ে আসবে।’ গত রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আলম নুরুর পরিবারের সদস্যরা দেখা করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় নুরুর পরিবারকে আর্থিক অনুদানও দেওয়া হয়। নুরুর স্ত্রী সুমি আক্তার, মেয়ে উম্মে হাবিবা মীম, ছেলে নাইমুল আলম, জোবায়ের আলম, মা মনোয়ারা বেগম ও শাশুড়ি জাহানারা বেগম এ সময় উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ২৮ মার্চ রাতে ছাত্রদল নেতা নুরুকে পুলিশ পরিচয় দিয়ে আটক করে নিয়ে যায় সাদা পোশাকের ৮-১০ জনের একটি দল। পরে বৃহস্পতিবার বিকালে জেলার রাউজানের বাঘোয়ান এলাকা থেকে পুলিশ তার হাত-পা-চোখ বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। বেগম জিয়া বলেন, ‘সরকারের এসব সন্ত্রাসী নুরুকে শুধু মেরেই ক্ষান্ত হয়নি, ওরা বহু মানুষকে গুম করেছে, খুন করেছে। র্যাব-পুলিশ দিয়ে মানুষ হত্যা করছে। কারও জীবনের নিরাপত্তা নেই। শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে জনগণ করবে। নুরুসহ যারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম- খুন হয়েছেন তাদের পরিবারকে জাতীয়তাবাদী শক্তি সহযোগিতা করবে। তাদের পরিবারের সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করবে বিএনপি।’ বিএনপি চেয়ারপারসন আরও বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী নন। বর্তমান ভোটারবিহীন সরকার জনগণের সরকার নয়। এরা খুনি। যারা তরুণ প্রতিবাদী শিক্ষিত তাদের ধরেই গুম-খুন করা হচ্ছে। তাদের রক্ত বৃথা যাবে না। জবাব একদিন শেখ হাসিনার দিতেই হবে দুনিয়াতে ও আখিরাতেও।’ এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী (অব.), মীর মোহাম্মদ নাছির উদ্দিন শামসুজ্জামান দুদু, গিয়াস কাদের চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।
শিরোনাম
- ববি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন
- দিনাজপুরে মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নানযাত্রা উৎসব
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
- মোংলায় কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ
- মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল, সম্পাদক নোমান
- টাউনসভিলে বাংলাদেশি কমিউনিটির বার্ষিক পিকনিক সম্পন্ন
- বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ, স্মারকলিপি
- কুলাউড়ায় সীমান্ত পেরিয়ে বিপাকে দুই কিশোর
- ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক
- বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে : আলাল
- ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে রিকশাচালকদের সম্মানে ব্যতিক্রমী মিছিল
- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব শাকিল আখতার
- বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মেহেরপুরে স্মারকলিপি প্রদান
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিডনিতে আলোচনা সভা অনুষ্ঠিত
- থানচির বলিপাড়া থেকে অস্ত্রসহ ৩ জন আটক
- মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা, সম্পাদক আবু বক্কর
- বুড়িচংয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
- কলাপাড়ায় বসত বাড়িতে ডাকাতির অভিযোগ
- সৌন্দর্য মেলে ধরেছে লাল শাপলা
- ২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার ১৩৫৩ জন
দেশবিরোধী চুক্তি করে সরকার রক্ষা পাবে না : খালেদা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর