সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশিদের ভিসা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। গতকাল বিভিন্ন মাধ্যমে বাংলাদেশসহ ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। এদিকে ঢাকার আমিরাত দূতাবাসও গতকাল এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেছেন, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়। বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সঙ্গে কথা বলা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসাসংক্রান্ত কোনো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এর আগে আরব আমিরাতের ভিসাসংক্রান্ত তথ্যের বহুল প্রচারিত একটি ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশসহ ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা এই নিষেধাজ্ঞার আওতায় আছে বলে জানানো হয় ওয়েবসাইটে।